বিশেষ সংবাদদাতা, যশোর ব্যুরো
ঝিনাইদহের কালীগঞ্জ থেকে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নিয়ে যাওয়া দুই কলেজছাত্রের গুলিবিদ্ধ লাশ পাওয়া গেছে যশোরে। গত বুধবার সকালে পুলিশ যশোর সদর উপজেলার হৈবতপুর ইউনিয়নের বহরামপুর শ্মশানঘাট থেকে তাদের লাশ উদ্ধার করে। গত বুধবার সকালে স্থানীরা মন্দিরে পূজা করতে এসে পুকুরে পড়ে লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে ঝিনাইদহের কালীগঞ্জ নিহতদের পরিবারের লোকজন সেখানে যেয়ে তাদের পরিচয় নিশ্চিত করে। পরিবারের লোকজনর অভিযোগ, গত ২৫ মার্চ ঝিনাইদহের কালীগঞ্জ শহর থেকে সাদা পোশাকের ডিবি পুলিশ পরিচয়ে সাদা পোশাকের লোক শামীম মাহমুদ এবং ১৮ মার্চ আবুজার গিফারী নামে দু’জনকে তুলে নিয়ে যায়। এরপর থেকে তারা নিখোঁজ ছিল। ছেলের খোঁজে উভয় পরিবারের সদস্যরা থানায় জিডি ও সংবাদ সম্মেলন করে। নিখোঁজ শামীম কালীগঞ্জ পৌরসভাধীন বাকুলিয়া গ্রামের রুহুল আমিনের আবুজার গিফারী যশোর এমএম কলেজের বাংলায় অনার্স ৩য় বর্ষের ছাত্র ও কালীগঞ্জ পৌর এলাকার চাপালী গ্রামের নুর ইসলামের ছেলে। নিখোঁজ আবুজার গিফারীর পিতা নুর ইসলাম বলন, তার একামত্র পুত্র আবুজার গিফারী গত ১৮ মার্চ নিজ গ্রামের মসজিদে জুম্মার নামায শেষে বাড়ি ফেরার পথে দুটি মটরসাইকেলে ৪ জন ব্যক্তি গিফারীর পথরোধ করে। তারা নিজেদেরকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে গিফারীর হাতে হাতকড়া দিয়ে তুলে নিয়ে যায়। এ ব্যাপারে তিনি পুত্রকে বিভিন্ন জায়গা খুঁজে না পেয়ে ২২ মার্চ কালীগঞ্জ থানায় একটি সাধারন ডায়েরী করে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন