নীলফামারী জেলা সংবাদদাতা
নীলফামারীতে চার দিনেও সন্ধান মিলেনি নীলফামারী সরকারী মহাবিদ্যালয়ের রসায়ন বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র নুর আলমের। তবে ওই ছাত্রের পরিবারের অভিযোগ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যের পরিচয় দিয়ে তাকে বাড়ী থেকে উঠে নিয়ে যাওয়া হয়েছে। এদিকে নুর আলমের সন্ধানের দাবীতে মানববন্ধন করেছে কলেজের ছাত্র-ছাত্রীরা। নিখোঁজ নূরে আলমের মা নুর নাহার বেগম জানান, গত সোমবার রাত প্রায় দেড়টার সময় তাদের শহরের উকিলের মোড়স্থ বাড়ী থেকে তার ছেলে নূরে আলম (২২)-কে বাড়ি থেকে তুলে নিয়ে যায় ২০/৩০ জনের সাদা পোশাকধারী মানুষ। এ সময় আমরা তাদের পরিচয় জানতে চাইলে তারা তাদের প্রশাসনে লোক বলে পরিচয় দেন এবং ২০ মিনিট পরে নূরে আলমকে বাড়িতে ফিরিয়ে দেয়ার আশ্বাস দেন বলে তিনি জানান। তিনি বলেন, গত মঙ্গলবার সকালে নীলফামারী থানা ও নীলফামারী র্যাব-১৩ ক্যাম্পে যোগাযোগ করলে এ ব্যাপারে তারা কিছুই জানে বলে আমাদের জানায়। এ ঘটনায় নীলফামারী থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে বলে তিনি জানান। নিখোঁজ নুর আলম ওই এলাকার মৃত আব্দুল কাদের বাউরার ছেলে। এদিকে নুর আলমের সন্ধানের দাবীতে গত বুধবার দুপুরে শহরের চৌরঙ্গীমোড়ে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে নীলফামারী সরকারি কলেজের শিক্ষার্থীরা। মানববন্ধন চলাকালে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন নূরে আলমের সহপাঠী আব্দুল আজিজ, রিপন হোসেন, মাসুদ রানা, নূরে আলমের ভাই শাহ মো. সাদেক , কামরুজ্জামান কনক ও মামা শাহ আলম বাবু প্রমুখ। বক্তরা দাবি কনে বলেন, দু’দিন অতিবাহিত হলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখন পর্যন্ত নূরে আলমের কোন সন্ধ্যান দিতে পারেনি। দ্রুত নূরে আলমকে অক্ষাত অবস্থা ফিরিয়ে দেয়া না হলে কঠোর কর্মসূচি ঘোষনা করা হবে বলে হুশিয়ারী দেয়া হয় ওই মানববন্ধন থেকে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন