শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

পানিতে ডুবিয়ে স্ত্রী হত্যার অভিযোগে আটক

প্রকাশের সময় : ১৬ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

দিরাই (সুনামগঞ্জ) উপজেলা সংবাদদাতা
সুনামগঞ্জের দিরাইয়ে গোসল করার সময় গলায় শাড়ি দিয়ে পেঁচিয়ে ও পানিতে চুবিয়ে স্ত্রী হত্যার দায়ে ঘাতক স্বামীকে আটক করেছে এলাকাবাসী। জানা যায়, উপজেলার চরনারচর ইউনিয়নের মাইতি গ্রামের আব্দুল খালেকের ছেলে সুহেল আহমদ (২২) ভালোবেসে একই গ্রামের পাশাপাশি বাড়ির আনছার উদ্দিনের মাদরাসা পড়ুয়া মেয়ে শিরিনা আক্তারকে (১৯) প্রায় ১ বছর পূর্বে বিয়ে করে। বিয়ের পর থেকেই সুহেলের পরিবার যৌতুক হিসেবে একটি মোটরসাইকেল দাবি করে আসছে। দিনমজুর শিরিনার পিতা তা দিতে না পারায় প্রায়ই সুহেল ও তার পরিবার শিরিনার ওপর নির্যাতন চালাতো। গত বুধবার সুহেল তার শশুরবাড়িতে রাতযাপন করে। ভোর অনুমান সাড়ে ৪টার দিকে সুহেল ও তার স্ত্রী শিরিনা বাড়ির পাশে শাখা সুরমা নদীতে গোসল করতে যায়। এ সময় সুহেল শিরিনার শাড়ি দিয়ে গলায় পেঁচিয়ে পানিতে চুবাতে থাকে। অনেক্ষণ ধরে মেয়ে ও জামাতা বাড়িতে না আসায় শিরিনার মা রেজিয়া বেগমের সন্দেহ হলে তিনি শুনতে পান নদীতে পানির শব্দ হচ্ছে। পাশে গিয়ে দেখেন তার মেয়ে শিরিনারকে সুহেল পানিতে চুবাচ্ছে। বাড়ির লোকজন আসলে সুহেল পালিয়ে যাওয়ার চেষ্টা করলে এলাকবাসী তাকে আটক করে দিরাই থানায় খবর দিলে পুলিশ গত বৃহস্পতিবার সকাল ৮টার দিকে গিয়ে লাশ উদ্ধার করে এবং ঘাতক সুহেলকে আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় ঘাতক সুহেলকে প্রধান আসামি করে রাতেই দিরাই থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন