রোববার, ১৯ মে ২০২৪, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

কুমিল্লায় শিক্ষকের বদলি ঠেকাতে বিক্ষোভ

চান্দিনা (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৩ জুলাই, ২০১৮, ১২:০৩ এএম

শিক্ষককের বদলির খবরে অভিভাবকসহ এলাকাবাসী বদলি প্রত্যাহার চেয়ে বিক্ষোভ করেছে। বিক্ষোভ শেষে উপজেলা শিক্ষা অফিসে গিয়ে জড়ো হয়েছে এলাকাবাসী। গত বুধবার কুমিল্লার মুরাদনগর উপজেলায় এই ঘটনা ঘটে।
ধনিরামপুর গ্রামের অন্তত ২০ জন অভিভাবক বলেন, এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুধু শিক্ষকই নন তিনি একজন অভিভাবকের ভূমিকায় বাচ্চাদের দেখভাল করেন। আমরা আমাদের সস্তানদের বিদ্যালয়ে পাঠিয়ে চিন্তা মুক্ত থাকতাম। বিদ্যালয়ের শৃঙ্খলা, ক্লাসরুম, খেলার মাঠ সব যেন তার নিপুন হাতের ছোঁয়ায় চাকচিক্য থাকে সব সময়। এ বিষয়ে উপজেলা শিক্ষা অফিসার আব্দুল্লাহ আল মামুন বলেন, ধনিরামপুর স্কুলের প্রধান শিক্ষকের শিক্ষা জীবন সাফল্যের। তার বদলি ক্যান্সেল করতে এলাকাবাসী দুই কিলোমিটার দূর থেকে আমার অফিসে এসে জড়ো হয়েছে। স্থানীয়দের আবদার আমি জেলা শিক্ষা অফিসারকে জানাবো বলে তাদেরকে শান্ত করি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন