রোববার, ১৯ মে ২০২৪, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

ফুলবাড়ীতে অপহৃত এনজিও কর্মী মুক্তিপণের মুক্ত

ফুলবাড়ী (দিনাজপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৩ জুলাই, ২০১৮, ১২:০৩ এএম

দিনাজপুরের ফুলবাড়ীতে আলোচনার কথা বলে এক এনজিও কর্মীকে অপহরণের পর,নগদ টাকা ও মোবাইল মুক্তিপণের মাধ্যমে ছাড়া পাওয়ার অভিযোগ উঠেছে। গত ৯ জুলাই সোমবার রাতে ফুলবাড়ী রেলগেট এলাকায় এ ঘটনাটি ঘটে বলে থানার অভিযোগ সূত্রে জানা যায়।এই ঘটনায় ওই এনজিও কর্মী ওই দিন রাতেই থানায় অভিযোগ করলেও, এখন পর্যন্ত কোন অপহরনকারীকে আটক করতে পারেনি পুলিশ।
অপহৃত এনজিও কর্মী হীট বাংলাদেশ এর ফুলবাড়ী শাখার ব্যবস্থাপক আখতারুজ্জামান সাংবাদিকদের বলেন, গত ৯ জুলাই সোমবার সন্ধায় তিনি অফিসের কাজে উপজেলার চকসাহাবাজপুর গ্রাম থেকে ফেরার পথে,রামচন্দ্রপুর এলাকায় পৌছাঁমাত্র এক জন (অজ্ঞাতনামা) ব্যক্তি রেলগেট বাজারে তার সাথে কথা বলার জন্য যাওয়ার অনুরোধ করলে,এনজিও কর্মী মটর সাইকেল নিয়ে আসামাত্র,রেলগেটে থাকা আরো কয়েকজন আলোচনা করার কথা বলে রেল লাইনের ধারে নিয়ে যায়। এরপর তারা কৌশলে তাকে (এনজিও কর্মী) অপহরণ করে, মারধর শুরু করে এবং তার কাছে থাকা একটি মোবাইল যার বাজার মুল্য ১৫হাজার ৭শ টাকা, নগদ সাড়ে ৬ হাজার টাকা এবং বিকাশের মাধ্যমে আরো ৫০ হাজার টাকা নিয়ে তাকে ছেড়ে দেয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন