রোববার, ১৯ মে ২০২৪, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

পার্বতীপুরে চোরাই গরু উদ্ধার মামলা দায়েরে গড়িমসি

পার্বতীপুর (দিনাজপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৩ জুলাই, ২০১৮, ১২:০৩ এএম

দিনাজপুরের পার্বতীপুরে এক কৃষকের গোয়ালঘর থেকে চুরি যাওয়া গরু উদ্ধার করা হলেও চোরের বিরুদ্ধে মামলা দায়েরে গড়িমসির অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে পার্বতীপুর উপজেলার রামপুর ইউনিয়নের সিঙ্গীমারী লক্ষণপুর গ্রামে মঙ্গলবার রাতে।
জানা গেছে, পার্বতীপুর উপজেলায় সিঙ্গিমারী লক্ষনপুর গ্রামের মৃত নুরুল হকের পুত্র মো: লতিফুল ইসলাম (৫৫) এর গোয়াল ঘর থেকে গত মঙ্গলবার রাতে একটি সাদা রঙ্গের গাভী গরু চুরি হয়। যার আনুমানিক মূল্য ৪০ হাজার টাকা। একই দিন খোঁজাখুজি করে গরুটির পায়ের চিহ্ন ধরে একই গ্রামের মৃত এন্তাজ আলীর পুত্র মো: ইমাম হাসান (৩২) এর বাড়ি থেকে গরুটি উদ্ধার করা হয়। ঘটনাটি থানা পুলিশকে অবহিত করলে থানা পুলিশের এএসআই ওবায়দুর রহমান ঘটনাস্থলে গিয়ে গরু চুরি তদন্ত করা ছাড়াও ইমাম হোসেনের বাড়ি থেকে একটি মোটর সাইকেল উদ্ধার করে। গরু চুরির ব্যাপারে গরুর মালিক মো: লতিফুল ইসলাম বাদী হয়ে ইমাম হাসানকে আসামী করে একটি লিখিত অভিযোগ থানায় দাখিল করলেও অজ্ঞাত কারণে মামলা দায়েরে গড়িমশি করা হচ্ছে বলে অভিযোগকারী মো: লতিফুল ইসলাম জানিয়েছেন। এব্যাপারে পার্বতীপুর মডেল থানার এএসআই ওবায়দুর রহমান এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন মো: লতিফুল ইসলাম থানায় একটি অভিযোগ করেছেন। অভিযোগটি তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন