ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ ও গজারিয়া উপজেলায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। গতকাল বৃহস্পতিবার ভোর রাত থেকে এ যানজটের সৃষ্টি হয়। যানজট আর তীব্র গরমে চরম ভোগান্তীতে পড়ে যাত্রীরা।
এদিকে যানজটের কবলে পড়া গাড়ীর চালকরা জানান, মেঘনা সেতুতে ওজন স্কেল ও টোল আদায়ে ধীর গতির কারণে প্রতি বৃহস্পতিবার ও শুক্রবার প্রতিনিয়ত তাদের যানজটে পড়তে হয়। যানজটের কারণে মহাসড়কে প্রায়ই ডাকাতি ও ছিনতাইয়ের মতো অনাকাক্ষিত ঘটনাও শিকার হতে হয়। কাঁচপুর হাইওয়ে থানার ওসি কায়ুম আলী সরকার জানান, গজারিয়া উপজেলার জামালদি বাসষ্ট্যান্ড এলাকায় গতকাল ভোর রাতে মেঘনা সেতুতে উঠার সময় সেতু মুখে একটি যাত্রীবাহী বাস বিকল হয়ে যায়। এতে জামালদি বাসষ্ট্যান্ড থেকে ভবেরচর বাসষ্ট্যান্ড পর্যন্ত আবার মেঘনা টোলপ্লাজা থেকে লাঙ্গলবন্দ বাসষ্ট্যান্ড পর্যন্ত কয়েক শত গাড়ী আটকা পড়ে কয়েক কিলোমিটার যানজেটর সৃষ্টি হয়। এদিকে যানজট পেরিয়ে সেতুর মুখ থেকে বিকল বাসটি সরাতে যাওয়া পুলিশের র্যাকারটিকে হিমশিম খেতে হয়েছে। দুপুরের পর যানজট কিছুটা নিয়ন্ত্রণে আসে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন