শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

ব্লক মার্কেটে ১১৮ কোটি টাকা লেনদেন

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ১৫ জুলাই, ২০১৮, ১২:০৪ এএম

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে ব্লক মার্কেটে লেনদেনে অংশ নিয়েছে ৩৩টি কোম্পানি। গত সপ্তাহজুড়ে কোম্পানিগুলো ১১৮ কোটি টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। লংকাবাংলা সিকিউরিটিজ সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সপ্তাহজুড়ে কোম্পানিগুলোর মোট ২ কোটি ৯৫ লাখ ৮২ হাজার ৩২৮টি শেয়ার বা ইউনিট লেনদেন হয়। যার বাজার দর ১১৭ কোটি ৯৮ লাখ ৪০ হাজার টাকা। বিদায়ী সপ্তাহে সবচেয়ে বেশি টাকার শেয়ার লেনদেন হয়েছে স্যোসাল ইসলামী ব্যাংকের। ব্যাংকটির ১৭ কোটি ৮৫ লাখ ৮ হাজার টাকায় ১ কোটি ৩০ লাখ ৩৫ হাজার ৪০টি শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ ১৭ কোটি ৮ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে স্কয়ার ফার্মার এবং তৃতীয় সর্বোচ্চ ১৩ কোটি ৯২ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে ইউনাইটেড পাওয়ারের।
এছাড়া উসমানিয়া গøাসের ৩ কোটি ৭৬ লাখ ৩০ হাজার টাকার,অলিম্পিকের ২৯ লাখ ৯০ হাজার টাকার, পেনিনসুলার ২ কোটি ১২ লাখ টাকার, গ্রামীণ ওয়ান: স্কিম টু’র ৮ কোটি ২৪ লাখ ৬০ হাজার টাকার, এইচআর টেক্সটাইলের ১ কোটি ৫৭ লাখ টাকার, রেনেটার ৩৮ লাখ টাকার, প্যাসিফিক ডেনিমসের ৫ লাখ টাকার, ফরচুন সুজের ৪১ লাখ ৯০ হাজার টাকার, রিজেন্ট টেক্সটাইলের ৪২ লাখ ৫০ হাজার টাকার, আইডিএলসির ২ কোটি ২৮ লাখ ৮০- হাজার টাকার, সামিট পাওয়ারের ৫৬ লাখ ১০ হাজার টাকার, সালভো কেমিক্যালের ২ কোটি ৫৭ লাখ ৪০ হাজার টাকার, প্যারামাউন্ট টেক্সটাইলের ২ কোটি ৪১ লাখ ৭০ হাজার টাকার, সিঙ্গার বিডির ২ কোটি ২৫ লাখ ৮০ হাজার টাকার, গ্রামীণফোনের ১০ কোটি ৮২ লাখ ২০ হাজার টাকার, ডিবিএইচ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৯২ লাখ টাকার, ড্রাগন সোয়েটারের ৪ কোটি ৬২ লাখ ৭০ হাজার টাকার, লিগ্যাছি ফুটওয়্যারের ৫ কোটি ৭৪ লাখ টাকার, প্রাইম টেক্সটাইলের ৬৬ লাখ ৯০ সহাজার টাকার, কুইনসাউথ টেক্সটাইলের ৬ কোটি ৫৩ লাখ ৭০ হাজার টাকার, আরএসআরএম স্টিলের ৮৬ লাখ ৪০ হাজার টাকার, বৃটিশ আমেরিকান ট্যোবাকোর ২ কোটি ৩৪ লাখ টাকার, গ্রীণডেল্টা মিউচ্যুয়াল ফান্ডের ৫২ লাখ ৮০ হাজার টাকার, বিডি অটোকার্সের ৮৮ লাখ টাকার, শেফার্ডের ১ কোটি ৬১ লাখ টাকার, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের ৯১ লাখ ৮০ হাজার টাকার, এটলাস বাংলাদেশের ৯ লাখ ১০ হাজার টাকার, ব্র্যাক ব্যাংকের ৬৭ লাখ ৭০ হাজার টাকার, একমি ল্যাবরেটরিজের ৩ কোটি ৫০ লাখ টাকার এবং ব্যাংক এশিয়ার ৯৯ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন