শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্যবসা বাণিজ্য

ব্লক মার্কেটে ৮ কোটি টাকার লেনদেন

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ১৩ ফেব্রুয়ারি, ২০১৯, ৮:১২ পিএম

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার (১৩ ফেব্রুয়ারি) ব্লক মার্কেটে ১১ টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এসব কোম্পানির লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৮ কোটি ৭০ লাখ ৫০ হাজার টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্যমতে, ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে এফএএস ফিন্যান্স। কোম্পানিটির মোট ৩ কোটি ৮০ লাখ ২৯ হাজার টাকার শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়েছে। লেনদেনে দ্বিতীয় অবস্থানে রয়েছে ইউনাইটেড পাওয়ার। কোম্পানির ২ কোটি ৫ লাখ টাকার শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়েছে। নাভানা সিএনজি মার্কেটে লেনদেনের তৃতীয় অবস্থানে রয়েছে। কোম্পানির ১ কোটি ১৪ লাখ ৭৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ব্লকে লেনদেন করা অন্যান্য কোম্পানি হচ্ছে- সিভিও পেট্রোকেমিক্যাল ৩০ লাখ ৭৫ হাজার, ইস্টার্ন ইন্স্যুরেন্স ৫ লাখ ২৫ লাখ, জেনেক্স ইনফোসিস ১৪ লাখ ৯২ হাজার, রেকিট বেনকিজার ৫ লাখ ৫১ হাজার, রেনউইক যজ্ঞেশর ১৬ লাখ ৬৯ হাজার, সোনারবাংলা ইন্স্যুরেন্স ২৭ লাখ ৩১ হাজার এবং স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স ৬৩ লাখ ২৭ হাজার।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন