শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

মাদকবিরোধী অভিযানে রাজধানীতে গ্রেফতার ৬৭

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৬ জুলাই, ২০১৮, ১২:০২ এএম

রাজধানীতে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মাদক সেবন ও বিক্রির অভিযোগে ৬৭ জনকে গ্রেফতার করা হয়েছে। গত শনিবার সকাল ৬টা থেকে গতকাল সকাল ৬টা পর্যন্ত ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা, গোয়েন্দারা ও র‌্যাব পৃথকভাবে এ অভিযান চলে।
ডিএমপির ডিসি (মিডিয়া) মাসুদুর রহমান জানান, শনিবার ভোর থেকে গতকাল ভোর পর্যন্ত বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৬৪ জনকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ২ হাজার ৪৯১ পিস ইয়াবা ট্যাবলেট, ৪৮৯ গ্রাম ২ হাজার ৫৭০ পুরিয়া হেরোইন, ৫১ কেজি ১৪০ গ্রাম গাঁজা ও ৬টি নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়।
এদিকে র‌্যাব জানায়, রোববার সকাল ৯টার দিকে বনানীর মহাখালী কলেরা হাসপাতালের গেটের সামনে থেকে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তারা হলÑআসাদ, শুকুর আলী ও শফিকুল ইসলাম।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন