শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

ইসলামী বিশ্ব

বিক্ষোভ চলবে দাবি না মানা পর্যন্ত : হামাস

যুদ্ধবিরতির ঘোষণা মানতে অস্বীকৃতি ইসরাইলের

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ১৭ জুলাই, ২০১৮, ১২:০২ এএম

অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর ইহুদিবাদী ইসরাইলি আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত দখলদারদের বিরুদ্ধে বিক্ষোভ চলবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন (হামাস)। হামাসের পলিটিক্যাল ব্যুরোর প্রধান ও সাবেক প্রধানমন্ত্রী ইসমাইল হানিয়া এ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, নিজ মাতৃভূমিতে ফিরে যাওয়াসহ ফিলিস্তিনিদের সব দাবি মেনে না নেয়া পর্যন্ত তারা ইসরাইলের বিরুদ্ধে বিক্ষোভ চালিয়ে যাবে। ফিলিস্তিনিদের ভূমি জবরদখল করে সেখানে অবৈধ ইহুদি বসতি নির্মাণ করার কাজ চালিয়ে নিজ মাতৃভূমিতে ফিরে যাওয়ার প্রত্যয় থেকে ফিলিস্তিনি জনগণকে সরিয়ে আনা যাবে না বলেও তিনি মন্তব্য করেন। হামাস নেতা বলেন, ফিলিস্তিনি জাতি কখনোই বায়তুল মুকাদ্দাসের ব্যাপারে তাদের অবস্থান পরিবর্তন করবে না। এই পবিত্র শহরসহ অধিকৃত সব ভূমির মালিক ফিলিস্তিনি জনগণ এবং তারা একদিন তাদের দেশ ইহুদিবাদী দখলদারদের হাত থেকে মুক্ত করবেই। অবরুদ্ধ গাজা উপত্যকার বিভিন্ন অবস্থানে ইসরাইলি জঙ্গিবিমান ব্যাপক বোমাবর্ষণ করার একদিন পর রবিবার এসব কথা বলেন ইসমাইল হানিয়া। গাজা থেকে ইসরাইল অভিমুখে রকেট নিক্ষেপ করা হচ্ছে বলে দাবি করে ওই বিমান হামলা চালায় তেল আবিব। তবে রবিবার গাজায় কোনো বিমান হামলা হয়নি বলে বিভিন্ন সূত্র জানিয়েছে। অপরদিকে, ইসরাইলের সঙ্গে হামাসের যুদ্ধবিরতির ঘোষণা প্রত্যাখ্যান করেছে তেল আবিব। গাজা উপত্যকায় রবিবার ইসরাইলের ব্যাপক বিমান হামলার জবাবে হামাসের পক্ষ থেকে ইসরাইলের দিকে শতাধিক রকেট হামলার পর হামাস এই ঘোষণা দেয়। রবিবার রাতে হামাস জানিয়েছে, মিসর ও অন্যদের সহায়তায় তারা একটি যুদ্ধবিরতিতে পৌঁছেছে। তবে, ইসরাইলের প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি মানতে অস্বীকৃতি জানিয়েছেন। পরিচয় গোপন রাখার শর্তে জাতিসংঘের একজন কর্মকর্তা জানান, জাতিসংঘের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত নিকোলাই মøাদেনভ গাজায় অবস্থান করছিলেন এবং উত্তেজনা প্রশমনে সংশ্লিষ্ট পক্ষগুলোকে নিয়ে কাজ করছেন। রবিবার গাজা উপত্যকাজুড়ে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরাইল। পার্স টুডে, দ্য গার্ডিয়ান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন