শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

বিশ্বের দীর্ঘজীবী পুরুষ শের আলী মিয়া!

ঝিনাইদহ থেকে মোস্তফা মাজেদ | প্রকাশের সময় : ১৭ জুলাই, ২০১৮, ১২:০২ এএম

ঝিনাইদহ সদর উপজেলার কুলবাড়িয়া গ্রামে দেশের সবচে বয়স্ক পুরুষ মানুষের সন্ধান মিলেছে। তার নাম শের আলী মিয়া হাওলাদার। জাতীয় পরিচয়পত্রে বয়স ১১০ বছর। কিন্তু এটা তার আসল বয়স না। মিডিয়ার উটকো ঝামেলা থেকে বাঁচতে তার ছেলেরা পিতার বয়স ১৪ বছর কমিয়ে দিয়েছেন। এ কথার সত্যতা মেলে প্রথম বিশ্বযুদ্ধ দেখা বৃদ্ধ শের আলীর কথায়। এখনো নিজে ওজু করে ৫ ওয়াক্ত নামাজ আদায় করেন শের আলী হাওলাদার। জীবন সয়াহ্নে এসেও তিনি এক প্রাণবন্ত মানুষ। এই বয়সেও রাত জেগে ইবাদত করার অভ্যাস রয়েছে শের আলী মিয়ার। শের আলী মিয়া ৭ প্রজন্মকে দেখছেন। তার ছেলে ও মেয়ের সন্তানসহ ৯০ জন বংশধর রয়েছে। পরিবারের দাবি শের আলী মিয়াই পৃথিবীর দীর্ঘজীবী পুরুষ। শের আলী মিয়া জন্ম গ্রহন করেন ১৮৯৪ সালের জুলাই মাসে। আর বাংলা সান ছিল ১৩০০ সালের ভাদ্র মাস। বড় ছেলে ফজল মিয়া জানান, বর্তমান তার বয়স ১২৪ বছর। শের আলী জানালেন, তার আসল বাড়ি শরিয়তপুর জেলার নড়িয়া উপজেলার রাহাপাড়া গ্রামে। প্রথম বিশ্বযুদ্ধের সময় বৃটিশরা যখন সৈন্য সংগ্রহ শুরু করে, তখন শের আলী ও তার বড় মামা আমজাদ আলী সরদার যুদ্ধে যাওয়ার জন্য বৃটিশ সৈন্যদলে নাম লেখান। তারপর যুদ্ধে না গিয়ে ভারতে চলে যান। ১৯৪৬ সালে ভারতে পাঞ্জাবে হিন্দু মুসলিম দাঙা শুরু হলে তিনি বাংলাদেশে চলে আসেন। স্থানীয় চেয়ারম্যান খুরশিদ আলম জানান, কুলবাড়িয়া গ্রামের শের আলী মিয়া হতে পারে বিশ্বের সবচে প্রবীনতম পুরুষ। পরিচয়পত্রে তার বয়স কম দেখানো হয়েছে। কিন্তু বৃদ্ধ শের আলীর বয়স অনেক বেশি হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন