যুক্তরাজ্যে সফররত বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত-এর উপস্থিতিতে গত ১২ জুলাই জি২জি চুক্তির আওতায় যুক্তরাজ্য হতে ক্রয়কৃত সি-১৩০জে এমকে৫ মিলিটারী পরিবহন বিমানের মালিকানা বাংলাদেশ বিমান বাহিনীকে হস্তান্তর করা হয়। আইএসপিআরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যুক্তরাজ্যে অনুষ্ঠিত এই মালিকানা হস্তান্তর অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং সশস্ত্র বাহিনীর পক্ষে বাংলাদেশ বিমান বাহিনীর এয়ার কমডোর মোঃ হাবিব আহসান খান দলিলে স্বাক্ষর করেন। ক্রয়কৃত বিমানগুলো চুক্তি মোতাবেক ২০১৯ সালের মে মাসে যুক্তরাজ্য হতে বাংলাদেশে আনা হবে। উল্লেখ্য ফোর্সেস গোল-২০৩০ বাস্তবায়নের অংশ হিসেবে যুক্তরাজ্যের তৈরী সি-১৩০জে এমকে ৫ মিলিটারী পরিবহন বিমানগুলি বিমান বাহিনীতে সংযোজিত হবে। বিমান বাহিনীতে সি-১৩০জে এমকে৫ পরিবহন বিমান সংযোজিত হলে দেশের ভাবমূর্তিসহ বিমান পরিবহন সক্ষমতা বহুলাংশে বৃদ্ধি পাবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন