শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

কিশোরগঞ্জ জেলা জমিয়াতুল মোদার্রেছীনের বৈঠক অনুষ্ঠিত

ভৈরব (কিশোরগঞ্জ) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১৭ জুলাই, ২০১৮, ১২:০১ এএম

কিশোরগঞ্জ জেলা জমিয়াতুল মোদার্রেছীনের উদ্যোগে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার বিকাল ৩টায় ভৈরবের শম্ভুপুর দারুচ্ছুন্নাত নেছারিয়া ফাযিল মাদ্রাসা অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন বৈঠক বিভাগীয় সদস্য ও কিশোরগঞ্জ জেলা জমিয়াতুল মোদার্রেছীনের সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ মাসউদ আলম। উক্ত সভায় ২০১৯-২০২৩ মেয়াদের জেলা ও উপজেলা কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহিত হয়। কমিটি গঠন উপলক্ষে আগামী ১৯শে জুলাই ইটনা উপজেলা সম্মেলন চৌগাঙ্গা ফাযিল মাদ্রাসায় অনুষ্ঠিত হবে এবং ক্রমান্বয়ে প্রতিটি উপজেলা সম্মেলন অনুষ্ঠিত হবে। উক্ত বৈঠকে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা জমিয়াতুল মোদার্রেছীন এর সেক্রেটারী সুপার মাওলানা মোহাম্মদ আবদুল হাই, কিশোরগঞ্জ সদর উপজেলা সেক্রেটারী সুপার মাওলানা মোহাম্মদ ইসরাঈল, করিমগঞ্জ উপজেলা সেক্রেটারী সুপার মাওলানা মোহাম্মদ আনোয়ারুজ্জামান, ভৈরব উপজেলা সেক্রেটারী সুপার মাওলানা এ,টি,এম মোস্তাফিজুর রহমান ও শম্ভুপুর দারুচ্ছুন্নাত নেছারিয়া ফাযিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মোহাম্মদ মোসলেহ উদ্দিন ফয়েজী প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন