নান্দাইল (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা
ময়মনসিংহের নান্দাইল উপজেলার পৌরসদরসহ ১২ ইউনিয়নে অব্যাহত বিদ্যুতের দাবিতে গতকাল শনিবার নান্দাইল নাগরিক কমিটির উদ্যোগে কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি নান্দাইল আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) বরাবরে এক স্বারকলিপি প্রদান করা হয়। নান্দাইল নাগরিক কমিটির সভাপতি অ্যাডভোকেট হাবিবুর রহমান ফকির ও সাধারণ সম্পাদক মো. কামরুল হুদা আফজলের স্বাক্ষরিত স্বারকলিপিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রে পল্লী বিদ্যুতের কর্মকর্তারা বিধাতার ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। তাদের ইচ্ছে হলে অন্ধকার জেঁকে বসে প্রতি ঘণ্টায় বাহান্নবার বিদ্যুতের যাওয়া-আসা খেলা জনগণের মাঝে ঠাট্টা-বিদ্রুপের নামান্তর হয়ে দাঁড়িয়েছে। ফলে যন্ত্রনির্ভর জনজীবনে পানি সরবরাহসহ নানাবিধ সমস্যা প্রকট হয়ে ওঠেছে। এ অবস্থার নিরসন কল্পে নাগরিক কমিটি নান্দাইলবাসীর নিকট থেকে উপর্যুপরি অনুরুদ্ধ হয়ে জনগণের মাঝে ব্যাপক আলোচনাপূর্বক বৃহত্তর কর্মসূচি গ্রহণ করে। জনগণের সিদ্ধান্ত অনুযায়ী নাগরিক কমিটি কর্তৃক পেশকৃত আবেদনপত্র প্রাপ্তির দিন থেকে সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে। লোডশেডিংয়ের সময়-সীমা নির্ধারণ করে জন বিজ্ঞপ্তি জারি করতে হবে। তবে তা পিক্ আওয়ার ব্যতিরেকে কোন ক্রমেই এক ঘণ্টার বেশি হতে পারবে না। অন্যথায় জনসংযোগ, মানববন্ধন, বিদ্যুৎ অফিস ঘেরাও, সড়ক অবরোধ প্রয়োজনে আরো কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে তারা হুঁশিয়ারি করেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন