ভেড়ামারা (কুষ্টিয়া) উপজেলা সংবাদদাতা
কুষ্টিয়ার ভেড়ামারায় ৫ দিনেও সন্ধান মিলেনি গৃহবধূ রতœা খাতুনের (২৩)। সে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের আড়কান্দি গ্রামের পান ব্যবসায়ী রমজান আলীর একমাত্র কন্যা। গত ১২ এপ্রিল বিকালে উপজেলার ধরমপুর রশিদীপাড়া গ্রামে তার স্বামীর বাড়ীর আঙ্গিনা থেকে রতœা খাতুন হঠাৎ করে হারিয়ে যায়। তার পরিবারের লোকজনের ধারণা করছে তাকে সন্ত্রাসীরা অস্ত্রের মুখে জিম্মি করে তুলে নিয়ে গেছে। পারিবারিক সূত্রে জানা গেছে, ভেড়ামারা বাহাদুরপুর ইউনিয়নের আড়কান্দি গ্রামের পান ব্যবসায়ী রমজান আলীর একমাত্র কন্যা রতœা খাতুনের সাথে ৪ বছর পূর্বে আনুষ্ঠানিকভাবে বিয়ে হয় উপজেলার ধরমপুর ইউনিয়নের রশিদীপাড়া গ্রামের ভাদু আলীর ছেলে আরিফের সাথে। সে ৩ বছরের এক কন্যা সন্তানের জননী। গত ১২ এপ্রিল বিকাল আনুমানিক ৬টার দিকে ধরমপুর রশিদীপাড়াস্থ স্বামীরবাড়ির আঙ্গিনায় প্রতিদিনের ন্যায় ঘোরাফেরা করছিল রতœা। পরে রাত নেমে আসলে সে বাড়ি ফিরে না যাওয়ায় শশুড় বাড়ির লোকজন অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে তার বাপের বাড়িতে খবর দেয়। অনেক খোঁজাখুঁজি করেও রতœা খাতুনের সন্ধান না পেয়ে শ্বশুর ভাদুঁ আলী বাদী হয়ে ভেড়ামারা থানায় একটি সাধারন ডায়েরী করে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন