ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমদ বলেছেন, তিনটি সিটি নির্বাচন নিয়ে ভোটারদের মাঝে একটিই প্রশ্ন তারা নির্বিগ্নে ভোট দিতে পারবে কিনা। যেভাবে সন্ত্রাসীদের দৌরাত্ম শুরু হয়েছে তাতে দেশবাসী শঙ্কিত নির্বাচন নিয়ে। তিন সিটির নির্বাচনের উপর নির্ভর করবে আগামী একাদশ জাতীয় সংস্দ নির্বাচন। দেশের সাধারণ মানুষ বড় দু’টি দলের হিংসাত্মক রাজনীতির কবল থেকে বাচঁতে চায়। জনগণ পরিবর্তন চায়, লুটেরা ও বুর্জোয়াদের কবল থেকে মুক্তি চায়। মানুষ নিরাপত্তা ও পরিবর্তনের আশায় ইসলামের সুশীতল ছায়াতলে সমবেত হচ্ছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ দেশ ও জাতির কল্যাণে নিরলসভাবে কাজ করছে। মানুষ সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত সমাজ চায়, ভবিষ্যৎ প্রজন্মকে সন্ত্রাস ও মাদকের কবল থেকে রক্ষা করতে চায়। অধ্যক্ষ ইউনুছ আহমাদ বরিশাল, সিলেট ও রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় হাতপাখায় ভোট দেয়ার আহŸান জানান।
গতকাল বিকেলে পুরানা পল্টনস্থ ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে ৩ সিটির নির্বাচন পর্যালোচনা সভায় তিনি একথা বলেন। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম মহাসচিব অধ্যাপক এটিএম হেমায়েত উদ্দিন, অধ্যাপক মাহবুবুর রহমান, মাওলানা গাজী আতাউর রহমান, সহকারী মহাসচিব আলহাজ্ব আমিনুল ইসলাম, মাওলানা ইমতিয়াজ আলম, প্রকৌশলী আশরাফুল আলম, মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, মাওলানা লোকমান হোসাইন জাফরী, মাওলানা দেলাওয়ার হোসাইন সাকী প্রমুখ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন