বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪, ০৯ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৪ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

সৈয়দপুরকে শতভাগ স্কাউট ঘোষণা

সৈয়দপুর (নীলফামারী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২১ জুলাই, ২০১৮, ১২:০৩ এএম

নীলফামারী জেলার ছয়টি উপজেলার মধ্যে সৈয়দপুরকে প্রথম শতভাগ স্কাউট উপজেলা হিসেবে ঘোষণা করা হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে সৈয়দপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ খালেদ রহীম সৈয়দপুরকে শতভাগ স্কাউট উপজেলা হিসেবে ঘোষণা করেন।
এ সময় সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোকছেদুল মোমিন, উপজেলা নির্বাহী অফিসার বজলুর রশীদ, পৌরসভার মেয়র আমজাদ হোসেন সরকার, সৈয়দপুর থানার ওসি (তদন্ত) তাজ উদ্দিন আহমেদ, আওয়ামী লীগ নেতৃবৃন্দ, সকল প্রতিষ্ঠান প্রধান, স্কাউটার, সাংবাদিক গণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, সৈয়দপুর উপজেলায় প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা রয়েছে ১২৫টি। এসব প্রতিষ্ঠানে স্কাউটার রয়েছে
১৩৪৫ জন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন