বৃহস্পতিবার, ০৪ জুলাই ২০২৪, ২০ আষাঢ় ১৪৩১, ২৭ যিলহজ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

কালকিনির শেখ হাসিনা উইমেন্স কলেজ সাফল্যের শীর্ষে

কালকিনি (মাদারীপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২১ জুলাই, ২০১৮, ১২:০৩ এএম

বরাবরের ন্যায় এবারেও সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন প্রতিষ্ঠিত মাদারীপুরের কালকিনি উপজেলার ডাসারের সরকারি শেখ হাসিনা একাডেমি অ্যান্ড ইউমেন্স কলেজ সাফল্যের শীর্ষে রয়েছে। কলেজটি চলতি বছরের এইচ.এস.সি পরীক্ষায় ভাল ফলাফলে কালকিনি উপজেলায় শীর্ষে এবং জিপিএ গ্রেডিং পদ্ধতিতে মাদারীপুর জেলায়ও শীর্ষে রয়েছে। এবারে কলেজটির পাশের হার ৯৮% এবং ৬৩১জন পরীক্ষার্থী অংশগ্রহন করে ৫৯২জন উত্তীর্ণ হওয়ার পাশাপাশি ২৩জন জিপিএ-৫ অর্জন করেছে। একই সাথে চলতি বছরে কালকিনি উপজেলায় কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ অধ্যক্ষও নির্বাচিত হয়েছেন সরকারি শেখ হাসিনা একাডেমি অ্যান্ড ইউমেন্স কলেজের অধ্যক্ষ জাকিয়া সুলতানা। দক্ষিণ অঞ্চলে নারী শিক্ষার অগ্রদূত উক্ত কলেজটি ১৯৯৫ সালে প্রতিষ্ঠার পর থেকেই ধারাবাহিকভাবে সাফল্য অর্জন করে আসছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন