মাইজভান্ডার দরবারের সাজ্জাদানশীন শাহসূফী মাওলানা সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল-হাসানী বলেছেন, সর্বনাশা প্রাণঘাতী মাদক থেকে যুবসমাজকে রক্ষায় কার্যকর উদ্যোগ নিতে হবে। কেবল চুনোপুঁটি নয়, জড়িত রাঘব বোয়ালদেরও ধরতে হবে। মাদকের উৎস চিরতরে বন্ধ করতে হবে। আনজুমানে রহমানিয়া মইনীয়া মাইজভাÐারীয়ার উদ্যোগে গতকাল (রোববার) রাজধানীর মিরপুর-১ খানকায় মাইজভাÐারী খলিফাদের সম্মেলনে সভাপতির বক্তব্যে সৈয়দ সাইফুদ্দীন আহমদ একথা বলেন।
সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন সৈয়দ মাশুক-এ-মইনুদ্দীন আল-হাসানী ও সৈয়দ হাসনাইন-এ-মইনুদ্দীন আল-হাসানী। বক্তব্য রাখেন শাহ মোঃ আলমগীর খান, কবির চৌধুরী, এড. জালাল উদ্দিন, মোঃ ওসমান আলী, মাওলানা মুফতী বাকি বিল্লাহ আল-আযহারী, মাওলানা শেখ সাদী মোঃ আব্দুল্লাহ সাদকপুরী, মাওলানা রুহুল আমীন ভূঁইয়া চাঁদুপরী প্রমুখ। মোনাজাত পরিচালনা করেন শাহ্সূফী সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানী।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন