বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

মেট্রোরেলে আবুল খায়ের স্টিল

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৩ জুলাই, ২০১৮, ১২:০২ এএম


রাজধানীর যানজট নিরসনে দেশে প্রথমবারের মত যুক্ত হতে যাওয়া মেট্রোরেল প্রকল্পে স্টীল সরবরাহের জন্য চুক্তিবদ্ধ হয়েছে আবুল খায়ের স্টীল। ঠিকাদারি প্রতিষ্ঠান ইটালিয়ান-থাই ডেভেলপমেন্ট ও চীনের সিনোহাইড্রো জেভির সঙ্গে এ চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিতে সই করেন আবুল খায়ের স্টীলের পক্ষে হেড অফ কর্পোরেট মার্কেটিং মোঃ ওয়াহিদুন নবী চৌধুরী এবং আইটিডি -সিনোহাইড্রোর পক্ষে প্রকল্প ম্যানেজার টিটিনান পানপিলা। সম্প্রতি রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে প্রকল্পটির প্রধান সাইট অফিসে কোম্পানি দুটির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রায় ২২ হাজার কোটি টাকা ব্যয়ে জাপান সরকারের দাতা সংস্থা জাইকার সহযোগিতায় ২০.১ কিলোমিটারব্যাপী দেশের এই দ্বিতীয় বৃহত্তম অবকাঠামো নির্মাণ প্রকল্প বাস্তবায়ন হলে ঘনবসতিপূর্ণ ঢাকার যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন ও যানজট নিরসনে ব্যাপক ভূমিকা রাখবে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন