নড়াইলের লোহাগড়ায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে সন্দেহভাজন এক ডাকাত নিহত হয়েছে।
লোহাগড়া থানার ওসি প্রবীর কুমার বিশ্বাস বলছেন, আজ মঙ্গলবার ভোররাত প্রায় সাড়ে ৩টার দিকে লোহাগড়া পৌরসভার কচুবাড়িয়া এলাকায় গোলাগুলির ওই ঘটনা ঘটে।
তিনি বলেন, “ডাকাতদের অবস্থানের খবর পেয়ে পুলিশ রাতে কচুবাড়িয়া এলাকায় যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও গুলি চালায়। গোলাগুলি থামার পর সেখানে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়।”
ওই ব্যক্তিকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান ওসি।
তিনি বলেন, ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটারগান, দুই রাউন্ড গুলি, দুটি ধারালো অস্ত্র ও একটি হাতুড়ি উদ্ধার করা হয়েছে। তবে নিহতের নাম পরিচয় জানা যায়নি।
এ অভিযানে লোহাগড়া থানার এসআই মাহফুজুল হাসান, এ এস আই প্রলয় চক্রবর্তী, কনস্টেবল মো. মুরাদ ও মো. টিটু আহত হয়েছেন। তাদের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন