সখিপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা
সখিপুর উপজেলার ১নং কাকড়াজান ইউনিয়নে বিএনপি মনোনীত সম্ভাব্য প্রার্থী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাবেক ইউপি চেয়ারম্যান শাহজাহান সাজুর নেতৃত্বে মোটরসাইকেল কাকড়াজান ইউনিয়নের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। মোটরসাইকেল শোডাউনটি মহানন্দপুর বিজয় স্মৃতি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়ে বেড়ীখোলা, সাপিয়াচালা, দুর্গাপুর, মামুদনগর, বাঘেরবাড়ি, দিঘীরচালা, তৈলধারা, গড়বাড়ি, বৈলারপুর, কাজীরামপুর, ইন্দ্রাজানি, হেঙ্গার চালা, খায়েরমোড়, রাজনীতিমোড়, হেঙ্গারচালা, জিতাশ্বরী, খুংকারচালা হয়ে মহানন্দপুর স্কুল মাঠে এসে শেষ হয়। গত শনিবার দিনব্যাপী মোটর শোডাউনে ইউনিয়নের বিভিন্ন এলাকার সাধারণ ভোটারগন, আবালবৃদ্ধবনিতা সড়কের পাশে এসে হাত উঁচু করে সাবেক চেয়ারম্যান শাহজাহান সাজুকে সমর্থন জানায়। কাকড়াজান ইউনিয়নের কালাম মাষ্টার, গনি হাজি, খালেদ, নুর-ই-আযম, একাব্বর সহ ৩শ’ মোটরসাইকেলে ছয়শত লোক শোডাউনে অংশগ্রহণ করেন। উল্লেখ্য, কাকড়াজান ইউনিয়নে আগামী ২৮ মে নির্বাচনে বর্তমান চেয়ারম্যানসহ হেভিওয়েট প্রার্থীগণ আ.লীগের মনোনয়ন না পাওয়ায় বিএনপি প্রার্থী সাবেক চেয়ারম্যান শাহজাহান সাজু সুবিধাজনক অবস্থানে রয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন