শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

রাঙামাটিতে আগুনে পুড়ল বসতঘরসহ ১৫ দোকান

স্টাফ রিপোর্টার, রাঙামাটি থেকে | প্রকাশের সময় : ২৫ জুলাই, ২০১৮, ১২:০৫ এএম

রাঙামাটি শহরের অন্যতম প্রধান বানিজ্যিক কেন্দ্র বনরূপা বাজারে অগ্নিকান্ডে অন্তত ১৫টি ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্থ হয়েছে।
মজুদকৃত সিলিন্ডার গ্যাসের বিস্ফোরনের ফলে প্রায় দেড়ঘন্টা সময়কালধরে দাউ দাউ করে জ্বলা আগুনে বি-আর মার্কেটটির উপরাংশের সবগুলো দোকান ও ঘর সম্পূর্ন পুড়ে গেছে।
মার্কেটের উপরে জনৈক মিন্টু মজুমদার এর মজুদ করা সিলিন্ডার গ্যাসের অনেকগুলো বোতলের কারনে দীর্ঘসময় ধরে আগুন জ্বলতে থাকে। কোতয়ালী থানা পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সহায়তায় রাঙামাটির দমকল বাহিনীর সদস্যরা দেড়ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
গত সোমবার দিনগত গভীর রাতে বনরূপাস্থ বি-আর মার্কেটে আগুনের সূত্রপাত হয়। এদিকে, আগুনের খবর পেয়ে রাঙামাটির ভারপ্রাপ্ত জেলা প্রশাসক এসএম শফি কামালসহ প্রশাসনের উদ্বর্তন কর্মকর্তাগণ ঘটনাস্থলে ছুটে যান। ভারপ্রাপ্ত জেলা প্রশাসক এসএম শফি কামাল ঘটনাস্থলে গিয়ে সার্বিক বিষয়ে খোঁজ খবর নিয়ে স্থানীয় পৌর কাউন্সিলর জামাল উদ্দিনকে ক্ষতিগ্রস্থদের তালিকা তৈরির নিদের্শণা দেন।
জেলা প্রশাসক জানিয়েছেন, আমরা সকালে ক্ষতিগ্রস্তদেরকে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা করবো।
বি-আর মার্কেটর ব্যবসায়ি সমিতির সভাপতি স্নেহাশীষ চাকমা আশীষ জানিয়েছেন, রাত সাড়ে বারোটার সময় মাকের্টের নীচের রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে থাকতে পারে। অন্তত ১৫টি ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্থ হয়েছে। এই মার্কেটটি তিন ভাইয়ের মালিকানাধীন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন