পটুয়াখালী জেলা সংবাদদাতা
পটুয়াখালীর মির্জাগঞ্জ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউনিয়ন আ.লীগের সভাপতি গাজী মোঃ সেলিম (৪০) বসতবাড়িতে শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে ৫/৭ জনের মুখোশধারী সশস্ত্র সন্ত্রাসীদল ঘরের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে অস্ত্রের মুখে সেলিম গাজীর হাত-পা বেঁধে প্রহার করে এবং ধারালো অস্ত্র দ্বারা জখম করে। সন্ত্রাসীদল আলমারীর দরজা ভেঙে আনুমানিক ৫/৬ ভরি স্বর্ণালংকার এবং নগদ আনুমানিক ৫৫ হাজার টাকা নিয়ে যাওয়ার সময় পিস্তল ঠেকিয়ে সেলিম গাজীকে বাম পায়ের হাঁটুতে গুলি করে। চিকিৎসাধীন সেলিম গাজী জানায়, গত ২২ মার্চ পটুয়াখালী মির্জাগঞ্জ ইউনিয়নের অনুষ্ঠিত নির্বাচনে আ.লীগের বিদ্রোহী প্রার্থী মোঃ নাসির উদ্দিন নির্বাচনে হেরে যাওয়ার পর থেকে আমাকে দেখে নেয়ার হুমকি দিয়ে আসছিল। রাতে মুখোশধারী সন্ত্রাসীরা নির্বাচনের বিষয় আমাকে জড়িয়ে বিভিন্ন রকম কথা বলে আমাকে প্রহার করে। এ বিষয়ে নাসির জানান, ঘটনাটি তিনি প্রথম শুনেছেন। তবে তিনি এ ঘটনার সাথে জড়িত নন। তিনিও গুলির ঘটনার সুষ্ঠু তদন্ত চান।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন