শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১, ০১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

আ.লীগ চেয়ারম্যান প্রার্থীর জরিমানা

প্রকাশের সময় : ১৮ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

বালিয়াকান্দি (রাজবাড়ী) উপজেলা সংবাদদাতা
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আহম্মদ আলী মাষ্টারকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ভ্রাম্যমাণ আদালত ২ হাজার টাকা জরিমানা আদায় করেছেন। জানা গেছে, বালিয়াকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফারজানা জামান নির্বাচনী আচরনবিধি ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছিল। ইসলামপুর ইউনিয়নে রামদিয়া এলাকায় গত শনিবার বিকালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলাকালে ইউনিয়ন পরিষদ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ইসলামপুর ইউনিয়নের আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী আহম্মদ আলী মাষ্টারকে ২ হাজার টাকা জরিমানা আদায় করেন ও নির্বাচনী আচরণবিধি মেনে চলার ব্যাপারে সতর্ক করেন। এছাড়াও তিনি বালিয়াকান্দি, নবাবপুর, বহরপুর ও জামালপুরে অভিযান পরিচালনা করেন।
কোটালীপাড়ায় আলোচনা সভা
কোটালীপাড়া (গোপালগঞ্জ) উপজেলা সংবাদদাতা
ঐতিহাসিক মুজিব নগর দিবস উপলক্ষে গোপালগঞ্জের কোটালীপাড়ায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল রোববার একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা হলরুম কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. জিলাল হোসেনের সভাপতিত্বে আলোচক হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম হুমায়ুন কবির, মুক্তিযোদ্ধা কমান্ডার হাজী আব্দুল মালেক সরদার, ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান হাজরা, সাবেক চেয়ারম্যান ও দুদক সভাপতি মিয়া হানিফুজ্জামান, ডেপুটি কমান্ডার মুজিবুল হক ও প্রাণীসম্পদ কর্মকর্তা সৌরেন্দ্রনাথ সাহা প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন