দীপিকা পাডুকোন বলিউডের প্রথম তারকা হিসেবে লন্ডনের মাদাম ত্যুসো মোমমূর্তি জাদুঘরে বিশ্বের প্রথম সারির তারকাদের সঙ্গে স্থান পেতে যাচ্ছেন। সাধারণত বলিউডের তারকারা মাদাম ত্যুসোতে অন্য একটি গ্যালারিতে স্থান পেয়ে থাকেন যেটি শুধু বলিউড তারকাদের জন্যই নির্ধারিত। কিন্তু দীপিকা স্থান পাবেন একটি মিশ্র গ্যালারিতে যে জায়গাটিতে তার পাশে থাকবে অ্যাঞ্জেলিনা জোলি, ব্র্যাড পিট এবং অন্যান্য বিশ্বখ্যাত হলিউড তারকাদের মোমমূর্তি। এই বছরটি দীপিকা শুর করেন তার মহাগাথা ‘পদ্মাবত’ দিয়ে।এতে তিনি রানী পদ্মিনীর ভূমিকায় প্রশংসিত অভিনয় করেন। তার অভিনয়ে ৭টি চলচ্চিত্রের ১০০ কোটি রুপির বেশি আয়ের ফলে তিনি এখন ১০০ কোটি ক্লাবের রানী নামে অভিহিত হচ্ছেন। ‘পদ্মাবত’ আয় করেছে ৩০০০ কোটি রুপি কোনও ভারতীয় নারীকেন্দ্রীক চলচ্চিত্রের জন্য এই আয় সর্বোচ্চ। তার জনপ্রিয়তা তার জন্য ১৮টি জনপ্রিয় ব্র্যান্ডের প্রতিনিধিত্ব করার সুযোগ এনে দিয়েছে। তিনি এই বছর টাইম সাময়িকীর সবচেয়ে প্রভাবশালী ১০০ ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন। তিনি এই বছরের মেটগালা এবং কান চলচ্চিত্র উৎসবে যোগ দেন। বলিউডের সর্বোচ্চ সম্মানী লাভের পাশাপাশি তিনি সবচেয়ে বাণিজ্যিক সম্ভাবনাময় তারকা হিসেবে স্বীকৃত।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন