রাজধানীর মোহাম্মদপুরের র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ রাজন (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। গত রোববার রাত সোয়া ১টার দিকে বসিলা গার্ডেন সিটিতে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। র্যাবের দাবি, নিহত যুবক পুলিশের তালিকাভুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী। সে স্থানীয়ভাবে ‘গাঁজা রাজন’ নামে পরিচিত। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। গতকাল র্যাব-২ এর সিনিয়র এএসপি রবিউল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে রোববার রাত সোয়া ১টার দিকে মোহাম্মদপুরের বসিলা গার্ডেন সিটি এলাকায় অভিযানে যায় র্যাব। তখন দুর্বৃত্তরা র্যাবকে লক্ষ্য করে গুলি করলে র্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি করে। পাঁচ মিনিট গোলাগুলির পর একজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বন্দুকযুদ্ধে র্যাবের দুই সদস্য আহত হয়েছেন। এ ছাড়া ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি ও গাঁজা উদ্ধার করা হয়েছে।
তিনি আরও বলেন, রাজন মোহাম্মদপুর ও আমিন বাজার এলাকায় ‘গাঁজা রাজন’ হিসেবে পরিচিত। সে আমিন বাজার থেকে নদী পথে মাদকের চালান আনা নেওয়া করতো। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় অন্তত ১৫টি মামলা রয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন