শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

হাসানের চিকিৎসায় সাহায্যের আবেদন

প্রকাশের সময় : ১৯ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

অভ্যন্তরীণ ডেস্ক
রাজধানীর নারিন্দা রোড এলাকার বাসিন্দা মরহুম আনোয়ার হোসেনের ছেলে দরিদ্র মো. হাসান (৩৬), দীর্ঘদিন জটিল লিভার ও কিডনি রোগে ভোগছে। সে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের সহকারি অধ্যাপক ডা. নাছিরুল ইসলামের অধিনে চিকিৎসাধীন। তিনি বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে জানান, হাসান জটিল লিভার ও কিডনি রোগে আক্রান্ত। তার কিডনি ২টি প্রায় অকেজো। তাকে সুস্থ করতে উন্নত চিকিৎসা জরুরি, এতে প্রায় এক লাখ টাকার প্রয়োজন। কিন্তু অসহায় দরিদ্র নিরাপত্তা প্রহরী হাসানের সংসার চালাতেই হিমসিম খেতে হয়। দীর্ঘদিন অসুস্থ থেকে ধার-দেনায় জড়িয়ে পড়েছেন। তার পরিবারের পক্ষেও চিকিৎসা ব্যয় বহন করা সম্ভব হচ্ছে না। তাই বাধ্য হয়ে সমাজের দানশীল, দয়াবান, ধনবান ব্যক্তি ও প্রতিষ্ঠানের নিকট চিকিৎসায় অর্থ সাহায্যের আবেদন জানিয়েছেন।
সাহায্য পাঠানোর ঠিকানা-
মো. হাসান
হিসাব নং- ২২৪ ১৫১ ৩৯৮৯০,
ডাচ বাংলা ব্যাংক লি. ওয়ারী শাখা, ঢাকা।
মোবাইল ০১৮৭৯১৪২৬৩৪।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন