কালকিনি (মাদারীপুর) উপজেলা সংবাদদাতা
মাদারীপুরের কালকিনি উপজেলার সিডিখান এলাকার দক্ষিণ সিডিখান গ্রামের বাদল সরদারের মেয়ে ক্রোকিরচর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী বিথি আক্তারের শরীরের টিউমার অপারেশনের সময় ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগে সংশ্লিষ্ট চিকিৎসকের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে গ্রামবাসী। গতকাল সোমবার সকালে ৫ শতাধিক গ্রামবাসী উক্ত বিক্ষোভ কর্মসূচি পালন করে। বিক্ষোভকারীরা ও নিহত বিথির পরিবার জানায়, শরীরের টিউমার অপারেশনের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে বিথিকে নেয়া হলে কর্মরত চিকিৎসক হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. মো. হারুন-অর-রশিদ ২৫ হাজার টাকা কন্ট্রাকে অপারেশন করাবে বলে তার বাসায় নিয়ে যায়। আর সেখানে অপারেশনের সময় বিথির মর্মান্তিক মৃত্যু হয়। এ ঘটনার পর নিহত বিথির লাশ তড়িগড়ি করে এম্বুলেন্সে করে পাঠিয়ে দেয় তারা। কিন্তু হাসপাতালে ভর্তি না করে চিকিৎসকের বাসায় নিয়ে যাওয়া এবং ভুল চিকিৎসায় তার মৃত্যু হওয়ায় চরম ক্ষোভের সৃষ্টি হয় নিহতের পরিবার ও গ্রামবাসীর মধ্যে। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করে। এ ব্যাপারে অভিযুক্ত চিকিৎসক বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. মো. হারুন-অর-রশিদের মুঠোফোনে বারবার ফোন করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন