শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

ক্ষমতাশীনদের ভয়ে সরে দাঁড়ানোর ঘোষণা বিএনপি প্রার্থীর

প্রকাশের সময় : ১৯ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

ফরিদপুর জেলা সংবাদদাতা
ফরিদপুরের সদরপুর উপজেলার সদর ইউনিয়নের নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন বিএনপির মনোনীত প্রার্থী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. বাহালুল মাতুব্বর। গত রোববার সদরপুর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি নির্বাচন বর্জনের ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে বাহালুল মাতুব্বর অভিযোগ করে বলেন, নির্বাচনে ক্ষমতাসীন দলের প্রার্থী ও তার সমর্থকরা নানা রকম ভয়ভীতি, হুমকি-ধামকি এমনকি নির্বাচনী প্রচার-প্রচারণায় বাধা সৃষ্টি করছে। বিএনপি সমর্থিত ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভয়ভীতি দেখানো হচ্ছে। বর্তমানে নির্বাচনের কোন পরিবেশ নেই। ক্ষমতাসীন দলের প্রার্থীর নানা অনিয়ম থাকলেও তা দেখেও না দেখার ভান করছে স্থানীয় প্রশাসন। অথচ আমি ও আমার কর্মী, সমর্থকেরা প্রচার-প্রচারণায় নামতে পারছি না। ক্ষমতাসীন দলের প্রার্থীর বিষয়ে একাধিক অভিযোগ থাকলেও নির্বাচন অফিস থেকে কার্যকর কোন ব্যবস্থা নেয়া হচ্ছে না। এমনকি বিভিন্ন স্থানে নৌকা প্রতীকের প্রার্থী ভোট জোর করে নেবার কথা বলেও পার পেয়ে যাচ্ছে। এমন অবস্থায় নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবার কোন সম্ভবনাই নেই। জনগণের জানমালের নিরাপত্তা এবং আমার কর্মী-সমর্থকদের হামলা-মামলার হাত থেকে বাঁচাতেই আমি এ নির্বাচন বর্জন করছি। সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি ফরিদ আহম্মেদ, মোশাররফ রেজা, খন্দকার লাভলু ও খন্দকার মনিরুল হক প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন