আদমদীঘি (বগুড়া) উপজেলা সংবাদদাতা
বগুড়ার সান্তাহারে কতিপয় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে নাসিম (১৮) নামে এক যুবক আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় নাসিমকে আদমদীঘি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে আহতের পিতা হালিম উদ্দীন বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখ করে ১০/১২ জনকে আসামী করে আদমদীঘি থানায় একটি মামলা দায়ের করেন। আদমদীঘি থানা পুলিশ অভিযান চালিয়ে মামলার অভিযুক্ত আদমদীঘি উপজেলা যুবলীগের সহ-সাধারণ সম্পাদক শুভ (২৩), শান্ত ইসলাম (১৮), শান্ত ইসলাম তুষার (১৮), মেহেদী (১৮), সাগার (১৮), রুয়েল (১৮)সহ অজ্ঞাত ১১ জনকে গ্রেফতার করে। পুলিশ জানায়, রোববার রাত সাড়ে ৮টার দিকে সান্তাহার শহরের মিনি বাসস্ট্যান্ড এলাকায় গ্রেফতার কৃতরা নাসিমের উপর চড়াও হয়ে উপযুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে আদমদীঘি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ওই রাতেই আহতের পিতা থানায় একটি মামলা দায়ের করেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন