কালকিনি (মাদারীপুর) উপজেলা সংবাদদাতা
মাদারীপুরের কালকিনি পৌর এলাকার দক্ষিণ রাজদী গ্রামে বিবাদমান জমি দখলকে কেন্দ্র করে ২ গ্রুপের সংঘর্ষে পুলিশসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছে। আর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৭ রাউন্ড ফাঁকাগুলি ছুড়েছে এবং ৩টি তাজা ককটেল উদ্ধার করেছে। রোববার দিবাগত রাতে এ ঘটনা ঘটে এবং এ নিয়ে এলাকায় চরম উত্তেজনা চলছে। অপরদিকে প্রতিপক্ষের দোকান ও বাড়ীঘর লুটের অভিযোগ পাওয়াগেছে। পুুলিশ ও গ্রামবাসী জানায়, ৭৮নং রাজদী মৌজায় ১০৯৮নং দাগে ৪১ শতাংশ জমি দখল নিয়ে মিজান হাওলাদার, এসকান্দার আলী হাওলাদার গংদের সাথে আলমগীর কাজী, আকতার কাজী গংদের বিরোধ চলে আসছিল। কিন্তু গত শনিবার আকতার কাজী লোকজন নিয়ে সেখানে একটি বসতঘর নির্মাণ করলে প্রতিপক্ষ মিজান হাওলাদার গংরা রবিবার রাতে লোকজন নিয়ে তা ভেঙ্গে ফেলে। আর এতে উভয় পক্ষের লোকজনের মধ্যে হামলা পাল্টা হামলার ঘটনা ঘটে। এসময় আতঙ্ক সৃষ্টি করতে অর্ধশতাধিক ককটেলের বিস্ফোরন ঘটানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে কালকিনি থানার এস আই সঞ্জয় কুমার, এসআই জসিম উদ্দিন, এএসআই জুয়েল, এএসআই কাঞ্চন মিয়া ও পরিতোষ, কনস্টেবল কামরুজ্জামান, তাসলিমা বেগম, মাকসুদা বেগমসহ কমপক্ষে ১০ জন আহত হয়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অপরদিকে হামলাকারীরা এসময় খোকন বেপারীর মুদি দোকান ও করিম কাজীর বসতঘর লুটপাট করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন