মির্জাপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা
টাঙ্গাইলের মির্জাপুরে পালিয়ে রক্ষা পেল গরু চোরের দল। ধরা পরার ভয়ে চোরাই গরুসহ পিকআপ ভ্যান ফেলে তারা পালিয়ে যায়। ঘটনাটি ঘটেছে রোববার রাতে উপজেলা সদরের বাওয়ার কুমারজানী গ্রামে। প্রত্যক্ষদর্শীরা জানান, গরু চোরের দল রোববার গভীর রাতে অজ্ঞাত স্থান থেকে ২টি গরু চুরি করে পিকআপ ভ্যান যোগে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দিয়ে পালানোর চেষ্টা করে। এসময় টহল পুলিশ তাড়া করলে চোরের দল গরুসহ পিকআপ ভ্যানটি নিয়ে বাওয়ার কুমারজানী গ্রামে ঢুকে পড়ে। এসময় গ্রামের লোকজন জানতে পেয়ে তাদের ধাওয়া করেন। ধরা পরার ভয়ে গরু ভর্তি পিকআপ ভ্যান ফেলে চোরের দল চম্পট দেয়। এ ব্যাপারে মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) রাজিউর রহমান বলেন, সখিপুর থানা এলাকা থেকে চোরের দল গরু দুটি চুরি করে নিয়ে আসে। এ বিষয়ে সখিপুর থানায় মামলা হবে বলে তিনি জানান।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন