রাজধানীর মগবাজারে বাস চাপায় নিহত মোটর সাইকেল আরোহী সাইফুলকে চাপা দেওয়া ঘাতক বাস এস পি গোল্ডেন লাইন পরিবহনের মালিক জুনায়েদ হোসেন লস্করকে গ্রেফতার করেছে র্যাব। রোববার সাতক্ষীরার লস্করপাড়া থেকে তাকে আটক করা হয় বলে র্যাব-৩ এর এক ক্ষুদে বার্তায় জানানো হয়েছে।
গত শুক্রবার বেলা দেড়টার দিকে রাজধানীর মগবাজারে সাতক্ষীরা-ঢাকাগামী গোল্ডেন লাইন পরিবহনের একটি বাসের ধাক্কায় সাইফুল নামে এক মোটর সাইকেল আরোহী ব্যক্তি নিহত হন। ঘটনার পর বিক্ষুব্ধ জনতা বাসের চালককে আটক করে পুলিশে সোপর্দ করে এবং বাসটিতে আগুন ধরিয়ে দেয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন