নির্বাচন কমিশনে (ইসি) নিবন্ধিত রাজনৈতিক দলের এ বছর বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা দেওয়ার শেষ দিন ছিল ৩১ জুলাই। নির্ধারিত সময়ে ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগসহ যারা হিসাব জমা দিতে পারেনি তাদেরকে আরো ১৫দিন সময় দিয়েছে ইসি। গতকাল সোমবার ইসির উপসচিব মো. আব্দুল হালিম খান এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ৩৯টি নিবন্ধিত দলের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগসহ ৭টি দল নানা কারণে যথা সময়ে অডিট রিপোর্ট জমা দিতে পারেনি। এ জন্য তারা বাড়তি সময় চেয়েছিল। কমিশন তাদেরকে আগামী ১৫ কার্য দিবসের মধ্যে অডিট রিপোর্ট জমা দেওয়ার জন্য সময় অনুমোদন করেছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন