শামীম চৌধুরী : প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগের আসন্ন আসরকে সামনে রেখে প্লেয়ার্স বাই চয়েজ ফর্মূলায় দল-বদল সম্পন্ন হয়েছে গত ১০ এপ্রিল। বিভিন্ন ক্যাটাগরীতে ক্রিকেটারদের সম্মানীর পরিমান বিসিবি ধার্য করে দেয়ায় স্থানীয় ক্রিকেটার সংগ্রহে কোন ক্লাবের বাজেট কতো দাঁড়িয়েছে, তা প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠানে লটারীতে দল গোছানো ক্লাবগুলোর প্লেয়ার্স লিস্ট দেখেই বাজেট নিরুপন করতে পারে ঢাকার ক্লাব ক্রিকেটের পরিচালনাকারী সংগঠন সিসিডিএম। তিন কিস্তিতে ক্রিকেটারদের সম্মানী বুঝিয়ে দিতে হবে, যে শর্তের প্রথমটি ছিল দল-বদলের পর পর খেলোয়াড়দের হাতে তাদের গ্রেড অনুযায়ী ৩০ শতাংশ হারে বুঝিয়ে দেয়া। অথচ, এখানেও বিপিএল’র মতো প্লেয়ার্স পেমেন্টে হচ্ছে বিলম্ব।
এক্ষেত্রে ক্লাবগুলোর চেয়েও দায়টা বেশি সিসিডিএম’র। চলমান আসর থেকে ক্রিকেটারদের আয়কৃত অর্থ থেকে কর আদায়ে ক্রিকেটারদের সঙ্গে ক্লাব সমূহের চুক্তির জন্য চুক্তিপত্র ক্লাবগুলোকে পাঠিয়ে দিতে সিসিডিএম বিলম্ব করায় প্লেয়ার্স পেমেন্টের প্রথম কিস্তির ৩০ শতাংশ এখনো বুঝিয়ে দিতে পারেনি ক্লাবগুলো। ক্লাবগুলোর সঙ্গে কথা বলে জানা গেছে তা। প্রিমিয়ার ডিভিশনের রানার্স আপ প্রাইম দোলেশ্বরের ম্যানেজার অনিমেষ দাস জানিয়েছেনÑ‘ গতকাল ( গত পরশু) রাতে খসড়া চুক্তিপত্র পেলাম। এখন ক্লাবের প্যাডে এই চুক্তিপত্র তৈরি করে ক্রিকেটার স্বাক্ষর নিয়ে পেমেন্ট দিব।’ সিসিডিএম’র কো অর্ডিনেটর আমিন খান অবশ্য প্লেয়ার্স পেমেন্টের প্রথম কিস্তি লীগ শুরুর আগে ক্লাবগুলো পরিশোধ করবে বলে আশাবাদিÑ‘ আমার জানামতে ক্লাবগুলো এখনো ক্রিকেটারদের প্রথম কিস্তির টাকা দিতে পারেনি। কাল ( আজ) সিসিডিএম’র মিটিংয়ের পর চুক্তিপত্র পাঠিয়ে দেয়া হবে। আশা করছি চুক্তিপত্র মেনে ২২ তারিখের আগে প্লেয়ার্স পেমেন্টের প্রথম কিস্তি পরিশোধ করবে ক্লাবগুলো।’
এদিকে ক্রিকেটারদের আয়কর দেয়া বাধ্যতামূলক বলে জাতীয় রাজস্ব বোর্ডকে স্ব স্ব ক্লাবের পক্ষ থেকে ক্রিকেটারদের আয়ের বিবরন পাঠিয়ে দেয়ার যে শর্ত আরোপ করেছে, তার প্রক্রিয়া নিয়ে এখনো স্বচ্ছ ধারনা পায়নি সিসিডিএম, এমনটাই জানিয়েছেন আমিন খান। বিপিএলের হয়ে যাওয়া তিনটি আসরে ফ্রাঞ্চাইজিগুলোর আয়কর জমা দেয়ার ক্ষেত্রে টালবাহানা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগের দলগুলো অনুকরন করবে না বলে বিশ্বাস সিসিডিএম’র। সে জন্যই বিসিবি’র নির্দেশনার দিকে তাকিয়ে সিসিডিএম। শুধু স্থানীয় ক্রিকেটারদের ক্ষেত্রেই নয় বিদেশী ক্রিকেটারদের আয় এতোদিন থেকেছে অপ্রদর্শিত, হুন্ডির মাধ্যমে তাদের সম্মানী পাঠিয়ে মানি লন্ডারিং আইনে যে অপরাধ করেছে প্রিমিয়ার ডিভিশনের আসন্ন আসরে সেই অনিয়ম থেকে বেরিয়ে আসার নির্দেশনা এসেছে যুবও ক্রীড়া মন্ত্রনালয় থেকে। এ তথ্য দিয়েছেন প্রিমিয়ার ডিভিশনের কো অর্ডিনেটর আমিন খানÑ‘ বিদেশী ক্রিকেটারদের আয়ের পরিমান জানানো বাধ্যতামূলক, মন্ত্রনালয় থেকে এমন নির্দেশনাই দেয়া হয়েছে। এই বিষয়টিও ক্লাবগুলোকে অবহিত করানো হবে।’
প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ শুরু হতে অপেক্ষা মাত্র আর ৩দিন। এখনো ক্লাবগুলো বুঝে পায়নি বিসিবি’র অনুদান। জার্সির জন্য বরাদ্দৃত অর্থও পায়নি ক্লাবগুলো। তবে আজ-কালকের মধ্যে অনুদানের টাকা পেয়ে যাবেন তারা, এ তথ্যই দিয়েছেন প্রিমিয়ার ডিভিশনের কো-অর্ডিনেটর আমিন খানÑ‘ ক্লাব অনুদানের জন্য যে অংক দাবি করেছি আমরা, তা অনুমোদন দিয়েছে বিসিবি। চেকগুলোও তৈরি হয়ে গেছে। আশা করছি কাল ( আজ) মিটিংয়ের পর চেকগুলো বুঝিয়ে দিতে পারব।’
তবে অনুদানের টাকা পেতে বিলম্ব হলেও খুশির খবর দিয়েছেন সিসিডিএম চেয়ারম্যান গাজী গোলাম মোর্তজা পাপ্পাÑ‘ এবার ক্লাব অনুদান ২০ শতাংশ হারে বেড়ে গেছে। পরিবহন ভাড়া, প্রাইজমানি সব খাতের বরাদ্দ বাড়িয়ে দেয়া হয়েছে।’ প্রিমিয়ার ডিভিশনে অংশগ্রহনকারী ক্লাবগুলোর প্রতিটি অনুদান হিসেবে এবার পাবে ৮ লাখ ২৫ হাজার টাকা করে, এর সঙ্গে অবস্থান ভেদে ১লাখ ৮০ হাজার টাকা ( সর্বনিন্ম দল) থেকে ১২ লাখ টাকা ( চ্যাম্পিয়ন দল) প্রাইজমানি হিসেবে দিবে বিসিবি। সঙ্গে যোগ হচ্ছে বিপিএল’র আয়কৃত অর্থ থেকে বিশেষ অনুদান ক্লাব প্রতি ১৫ লাখ টাকা ! অর্থাৎ প্রিমিয়ার ডিভিশনের সর্বনিন্ম দলটি এ বছর অনুদান খাত থেকে পাবে ২৫ লাখ ৫ হাজার টাকা। আর চ্যাম্পিয়ন দল পাবে সেখানে ৩৫ লাখ ২৫ হাজার টাকা ! তবে জার্সি খরচ বাবদ ৬৭ হাজার টাকা করে বরাদ্দে খুশি হতে পারছেন না মোহামেডান ক্রিকেট কমিটির সদস্য জিয়াউর রহমান তপুÑ‘ ড্রেস এর জন্য কম করে হলেও আড়াই লাখ টাকা লাগে, সেখানে এতো কম টাকা অনুদান দেখতে খারাপ লাগে।’
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন