নাটোর জেলা সংবাদদাতা
নাটোরের বড়াইগ্রাম উপজেলার জোনাইল ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে মেম্বার পদে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে না যাওয়ায় রড ও লাঠি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা করেছে অপর প্রার্থী ও তার ছেলেরা। স্থানীয়রা জানান, কুশমাইল গ্রামের মৃত আব্দুল বাতেনের ছেলে আব্দুল বারেক ও মৃত রহিমউদ্দিনের ছেলে হাফেজ আলী (৫৫) এবারের ইউপি নির্বাচনে জোনাইল ইউনিয়নের মেম্বার পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রচারণা চালিয়ে আসছেন। তারা দুজনেই স্থানীয় আ.লীগের কর্মী। সম্প্রতি হাফেজ আলী নির্বাচন থেকে সরে যাওবার জন্য আব্দুল বারেককে চাপ দিয়ে আসছিলেন। কিন্তু সে রাজি না হওয়ায় গত সোমবার সন্ধ্যায় গরু বিক্রি করে বাড়ি আসার পথে তাকে হাফেজ আলী ও তার ছেলেরা রড ও লাঠি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে মৃত ভেবে ফেলে রেখে যায়। এ সময় তার কাছে থাকা গরু বিক্রির প্রায় সোয়া এক লাখ টাকাও কেড়ে নেয় তারা। পরে খবর পেয়ে স্বজনেরা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে বড়াইগ্রাম হাসপাতালে ভর্তি করেন। এ ব্যাপারে বড়াইগ্রাম হাসপাতালের আরএমও ডা. ডলি রাণী বলেন, তার শরীরের বিভিন্ন স্থানে মারপিটের চিহ্ন রয়েছে। বড়াইগ্রাম থানার ওসি মনিরুল ইসলাম বলেন, বিষয়টি শুনেছি। তবে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন