শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

মাদক বিক্রি ও সেবনের দায়ে আ.লীগ নেতার কারাদ-

প্রকাশের সময় : ২০ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

দৌলতপুর (কুষ্টিয়া) উপজেলা সংবাদদাতা
মাদক বিক্রি ও সেবনের দায়ে কুষ্টিয়ার দৌলতপুরে আ.লীগ নেতা শাহরিয়ার শরিফ সোহান (৩৫)-কে ১৫ দিনের কারাদ- প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার রাত সাড়ে ৯টার দিকে তাকে এ দ- দেয়া হয়। দৌলতপুর থানা পুলিশ জানায়, উপজেলার তারাগুনিয়া কৈপাল এলাকার মৃত শরিফ ডাক্তারের ছেলে স্থানীয় আ.লীগ নেতা শাহরিয়ার শরিফ সোহান মাদক সেবন করছে এমন সংবাদ পেয়ে দৌলতপুর থানার এসআই শাহাদত হোসেন ডাংমড়কা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালতের বিচারক ও দৌলতপুর সহকারী কমিশনার (ভূমি) নাহিদা আক্তার উপস্থিত সাক্ষীদের সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে সোহানের ১৫ দিনের বিনাশ্রম কারাদ- প্রদান করেন। উল্লেখ্য, সোহানের বিরুদ্ধে মাদক ও অস্ত্র ব্যবসা এবং ছিনতাইসহ বিভিন্ন অপরাধের একাধিক মামলা ও গ্রেফতারি পরোয়ানা রয়েছে।
গাঁজাসহ আটক ২
কেরানীগঞ্জ (ঢাকা) উপজেলা সংবাদদাতা
ঢাকার কেরানীগঞ্জে চার বস্তা গাঁজাসহ দুইজনকে আটক করেছে পুলিশ । আটককৃতরা হলোÑমো. খোকন হাওলাদার (৪৫) ও মো. শিপন (৩২)। কেরানীগঞ্জ মডেল থানা সার্কেল এএসপি রামানন্দ সরকার জানান, গতকাল মঙ্গলবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে মডেল থানার পুলিশ উপ-পরিদর্শক একেএম সাইদুজ্জামানের নেতৃত্বে একদল পুলিশ কালিন্দী ইউনিয়নের নেকরোজবাগ কবরস্থানের পাশে জিনজিরা-নবাবগঞ্জ সড়কে অভিযান চালানোর সময় একটি সিএনজি অটোরিকশা তল্লাশি করে চার বস্তা গাঁজাসহ মাদক বিক্রেতা মো. খোকন হাওলাদার ও সিএনজি অটোরিকশা চালক মো. শিপনকে আটক করে। জব্দকৃত চার বস্তায় ১০৮ কেজি গাঁজা রয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার কসবা এলাকা থেকে এসব গাঁজা কেরানীগঞ্জের বিভিন্ন জায়গায় বিক্রির জন্য আনা হয়েছিল। আটককৃত খোকন হাওলাদার দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া মৌলবী বাড়ি পুকুর পাড়ে এবং শিপন জিনজিরার পূর্ববন্দ ডাকপাড়া এলাকার বাসিন্দা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন