শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

রাণীশংকৈলে ডায়রিয়ার প্রকোপ হাসপাতালে স্যালাইন সংকটে চিকিৎসাসেবা ব্যাহত

প্রকাশের সময় : ২০ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

আশরাফুল আলম, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) থেকে
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে একটি গ্রামে ডায়রিয়ার প্রকোপ বৃদ্ধি পেয়েছে। হাসপাতাল ও এলাকা সূত্রে জানা গেছে, ১৬-১৭ এপ্রিল ২দিনে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে কমপক্ষে ২০জন রোগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। উপজেলার ৩নং হোসেনগাঁও ইউনিয়নের কলিগাঁও গ্রামের লোকজন ডায়রিয়া রোগে আক্রান্ত হয়ে পড়েছে। রোগী ইয়াসিন আলী বলেন, তার পরিবারে সকলে ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে। অন্যান্য রোগীরা জানান, তারা হাসপাতাল থেকে ওষুধপত্র পাচ্ছেন না। বাইরে থেকে তাদের ওষুধ ক্রয় করতে হচ্ছে। আরএমও ডাক্তার ফিরোজ আলম জানান, এটি পানিবাহিত রোগ হতে পারে অথবা খাদ্যে বিষক্রিয়া হতে পারে। তিনি বলেন হাসপাতালে কলেরা স্যালাইনের সংকট রয়েছে। সরবরাহ কম। ফলে রোগীরা কলেরা স্যালাইন কম পাচ্ছে। নার্স ইনচার্জ সুরাইয়া বলেন, তিনি কলেরা স্যালাইন সরবরাহ কম পেয়েছেন। তাই রোগীদের পরিমাণে কম দেয়া হচ্ছে। ধারণা করা হচ্ছে ডায়রিয়া একটি ছোঁয়াচে রোগ। প্রতিরোধমূলক ব্যবস্থা না নিলে আসপাশের গ্রামগুলোতেও এ রোগ ছড়াতে পারে। সরে জমিনে খোঁজ নিয়ে জানা গেছে রোগটি এখনো অব্যাহত আছে। এ নিয়ে এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন