আনন্দ অনেক ধরনেরই হয়, কেউ নেচে আনন্দ পায় আর কেউ গানে। কেউবা বিলাসিতা ও আমোদ-ফুর্তিতে। আর ব্যতিক্রমী সংগঠন সেন্ট্রাল বয়েজ অব রাউজান আনন্দ খুজেঁ পায় শিক্ষার্থীদের জ্ঞান আহরণে সহযোগিতা করার মাধ্যমে। তাই তো জন্মদিনের আনন্দে মেধাবী শিক্ষার্থীদের বই বিতরণের মতো মহৎ কর্মসূচী হাতে নিয়েছে তারা। সেন্ট্রাল বয়েজ অব রাউজান এর প্রধান পৃষ্ঠপোষক আলহাজ্ব সাইফুল ইসলাম চৌধুরী রানার জন্মদিন উপলক্ষে একাদশ শ্রেনীর নবীন মেধাবী শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ফ্ল্যামিংগো ট্যুরস এন্ড ট্রাভেল লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব ফরহাদ গণি নয়ন। সেন্ট্রাল বয়েজ অব রাউজান এর ব্যবস্থাপনায় বুধবার সন্ধ্যায় সংগঠনের কার্যালয়ে এই অনুষ্ঠান সম্পন্ন হয়। এতে সভাপতিত্ব করেন সেন্ট্রাল বয়েজ অব রাউজান এর সভাপতি তরুন সংগঠক সাইদুল ইসলাম। সাংগঠনিক সম্পাদক মইনুদ্দিন জামাল চিশতীর পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন শরীফপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আহসান হাবীব চৌধুরী হাসান, রাউজান ছাত্রকল্যাণ সংসদের সাধারণ সম্পাদক তপন দে, সুলতানপুর উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য জিয়াউল হক রোকন, রাউজান প্রেস ক্লাবের সাবেক সভাপতি জাহেদুল ইসলাম, বর্তমান সভাপতি তৈয়ব চৌধুরী, সাংবাদিক আরাফাত হোসাইন, সেন্ট্রাল বয়েজ অব রাউজান এর সাধারণ সম্পাদক ইমতিয়াজ জামাল নকিব, সহ-সাংগঠনিক সম্পাদক মাকসুদুল আলম সুমন, অর্থ সম্পাদক তারেক হাসান, নির্বাহী সদস্য এম আইয়ুব খান, আবু বক্কর আরাফাত, ফজল করিম, সাহেদ হোসেন, নেজাম উদ্দিন, সুব্রত দত্ত, ইকবাল হোসেন, মনির খান ইম্পু, মোহাম্মদ আরমান, মিজানুর রহমান, মনির উদ্দিন, মেহেদি হাসান আরমান, আরফান গণি ফাহিম, শাহরিয়ার হোসেইন ইমন, মোঃ রিফাড, ইশতিয়াক কামাল রাকিব, আরমান উদ্দিন, তাজনবী ইমন, আবদুল্লাহ আল সাকিব, ফরহান আহমেদ প্রমুখ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন