শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্যবসা বাণিজ্য

পূর্বাচল আমেরিকান সিটির আবাসন মেলা শুরু

অর্থনৈতিক রিপোর্টার : | প্রকাশের সময় : ১০ আগস্ট, ২০১৮, ১২:০৬ এএম

পূর্বাচল আমেরিকান সিটির আয়োজনে রাজধানী ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে তিনদিনব্যাপী একক আবাসন মেলা গতকাল শুরু হয়েছে। এ মেলার আয়োজক হিসেবে থাকছে বাংলাদেশে আবাসন খাতের অন্যতম প্রতিষ্ঠান ইউএস-বাংলা এসেটস্। দেশে বিদেশে প্রতিবছর একক আবাসন মেলার আয়োজন করে থাকে ইউএস-বাংলা এসেট্স। ধারাবাহিকভাবে ঢাকার বিভিন্ন অঞ্চলে এবং দেশের বিভিন্ন জেলা শহরে একক আবাসন মেলা আয়োজনের পরিকল্পনা করছে ইউএস-বাংলা এসেট্স। আগামী শনিবার পর্যন্ত চলবে এই মেলা। প্রতিদিন মেলা চলবে সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত।
‘এবার হোক-জমিতেই বিনিয়োগ’ শ্লোগানকে সামনে রেখে পূর্বাচল আমেরিকান সিটিতে এ মেলায় দিচ্ছে সুবর্ন সুযোগ। পূর্বাচল আমেরিকান সিটির প্রকল্পে সর্বশেষ পরিকল্পনার অংশ হিসেবে ইতিমধ্যে ডুপ্লেক্স জোন তৈরীর সিদ্ধান্ত নিয়েছে এবং আগামী ২০২০ সালের জুন মাসের মধ্যে হস্তান্তরের পরিকল্পনাও করছে ইউএস-বাংলা এসেট্স।
আবাসন সংকট নিরসনে ইউএস-বাংলা এসেটস্ ঢাকার অতি সন্নিকটে নতুন ঢাকা খ্যাত পূর্বাচলে, যা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মাত্র ১৫ মিনিট দূরত্বে গড়ে তুলেছে রাজউক পূর্বাচল সংলগ্ন পূর্বাচল আমেরিকান সিটি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন