শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

রাজাপুর-কাঁঠালিয়া সড়ক খানাখন্দে চলতে গিয়ে যানবাহন উল্টে ঘটে দুর্ঘটনা

প্রকাশের সময় : ২০ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

রাজাপুর (ঝালকাঠি) উপজেলা সংবাদদাতা
ঝালকাঠির রাজাপুর ও কাঁঠালিয়া উপজেলার একমাত্র সংযোগ সড়কের রাজাপুর বাইপাস থেকে আংগারিয়া গ্রামের হাওলাদার বাড়ি পর্যন্ত প্রায় সোয়া ৪ কিলোমিটার সড়ক জুড়ে বড় বড় গর্ত ভাঙ্গাচুরা খানাখন্দে একাকার হয়ে গেছে। সড়ক ও জনপদের দীর্ঘ ৩৭ কিলোমিটার সড়কের রাজাপুর অংশের এ সোয়া ৪ কিঃমিঃ ভাঙাচুরা সড়কে ঘটছে প্রতিনিয়ত দুর্ঘটনা। যাত্রিবাহী বাস, টেম্পু, টমটম, রিক্সা ও মালবাহী গাড়ি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। স্থানীয় হুমায়ুন হাওলাদার, মান্নান হাওলাদার ও ছত্তার তালুকদারসহ এলাকার একাধিক লোক বলেন, দীর্ঘদিন ধরে এই সড়কের বেহাল দশা। দেখার যেন কেউ নেই। এই সড়কে যাত্রিবাহী টেম্পু, টমটম ও রিক্সা উল্টে খাদে পরে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। আংগারিয়া গ্রামের খান বাড়ি এলাকার এ সড়কের পাশে তির্যক পারবিশিষ্ট খাল থাকায় সড়কের পশ্চিম পাশ দেবে গেছে। সেখান থেকে যাত্রিবাহী যানবাহন কাত হয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে। ওই স্থান দিয়ে যানবাহন চলার সময় যাত্রিরা আতঙ্কিত হয়ে পরে। যে কোন সময় যাত্রিবাহী বাস টেম্পু উল্টে খালে পরে রাজাপুরের বিশ্বাস বাড়ি এলাকার ট্রাজেডির মত বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এ বিষয়ে সড়ক ও জনপদ বিভাগের ঝালকাঠির উপ-সহকারি প্রকৌশলী মো. নজরুল ইসলাম বলেন, ওই সড়ক মেরামতের জন্য টেন্ডার হয়েছে শীগ্রই কাজ শুরু হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন