শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

আ.লীগের প্রার্থী তালিকায় রয়েছেন যারা

প্রকাশের সময় : ২০ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

মির্জাপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ৮টি ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় চেয়ারম্যান প্রার্থী বাছাইয়ের কাজ প্রাথমিকভাবে শেষ করেছেন জেলা আওয়ামী লীগ। টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভায় প্রাথমিকভাবে ৮ জনের নামে তালিকা করা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। জানা গেছে, মির্জাপুর উপজেলার ১৪ ইউনিয়ন ও ১ পৌরসভার মধ্যে ৮টি ইউনিয়নে পঞ্চম ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে। বাকি ৬টিতে সময় শেষ না হওয়ায় এখনি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে না। দলীয় সূত্রে জানা গেছে, গত ১৭ মার্চ থেকে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোয়নয় ফরম বিক্রি শুরু করা হয়। নির্ধারিত সময় ২৯ মার্চের মধ্যে ৮ ইউনিয়নের ২৮ জন প্রার্থী দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এই ২৮ জনের মধ্যে গত শুক্রবার আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড প্রাথমিকভাবে ৮ জনের নামের তালিকা করা হয়। এই নামের তালিকা জেলা কমিটি কেন্দ্রে পাঠালে কেন্দ্রিয় কমিটি চূড়ান্তভাবে তা প্রকাশ করা হবে। জেলা আওয়ামী লীগের সভায় প্রাথমিকভাবে প্রার্থী বাছাইয়ের যাদের নাম রয়েছে তারা হলেন ১নং মহেড়া ইউনিয়নে বিভাষ সরকার নুপুর, ২নং জামুর্কী ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক মাহফুজুর রহমান কনক, ৫নং বানাইল ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামীম কবির, ৬নং আনাইতারা ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম, ৭নং উয়ার্শী ইউনিয়নে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাবেক ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মাহবুব আলম মল্লিক হুরমহল, ৮নং ভাদগ্রাম ইউনিয়নে উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক সাবেক ভিপি আবু সাঈদ মিয়া, ১০নং গোড়াই ইউনিয়নে টাঙ্গাইল জেলা শ্রমিক লীগের সভাপতি মীর দৌলত হোসেন বিদ্যুৎ, ১২নং বাঁশতৈল ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. আতিকুর রহমান মিল্টন। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদ বলেন, প্রাথমিকভাবে ৮ জনের নামের তালিকা করা হয়েছে। কেন্দ্রীয় কমিটি চূড়ান্তভাবে প্রার্থীর নাম ঘোষণা করবেন বলে তিনি জানান।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন