খাগড়াছড়ি জেলা সংবাদদাতা
‘নৌকায় ভোট না দিলে খবর আছে’- পানছড়ি উপজেলা আওয়ামী লীগ সভাপতি বাহার মিয়া সাধারণ ভোটার ও দলীয় নেতাকর্মীদের এভাবেই হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করেছেন খাগড়াছড়ি জেলার ৩নং পানছড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চশমা প্রতীকে প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি আফজাল মিয়া। গত সোমবার দুপুরে খাগড়াছড়ি প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এমনটাই অভিযোগ করেন তিনি। এ সময় তিনি অভিযোগ করেন, তৃণমূলের মতামত উপেক্ষা করে দলের জ্যেষ্ঠ নেতাদের বাদ দিয়ে নিজের ছোট ভাই নাজির হোসেনকে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন নিয়ে দিয়েছেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি। এছাড়া লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, ‘বিএনপি মনোনীত প্রার্থী ডাঃ আবু তাহেরকে ক্যাডারবাহিনী দিয়ে তুলে নিয়ে মনোনয়ন প্রত্যাহারে বাধ্য করেছে তারা। আমাকেও মনোনয়ন প্রত্যাহারে নানাভাবে চাপ প্রয়োগ করেছে। তবে আমি মনোনয়ন প্রত্যাহার না করায় প্রশাসনকে ম্যানেজ করে এখন ক্যাডারবাহিনী লেলিয়ে দিয়ে আমার সকল ধরনের নির্বাচনী প্রচার-প্রচারণা বন্ধ করে দিয়েছে। কোন এলাকায় আমার পোস্টার ও ব্যানার লাগাতে দেয়া হচ্ছে না, মাইকিং করতে দেয়া হচ্ছে না, গণসংযোগে বাধা দেয়া হচ্ছে। আমার কর্মী ও সমর্থকদের শারীরিকভাবে লাঞ্ছিত করছে এবং হুমকি-ধামকি অব্যাহত রেখেছে।’ এছাড়াও নৌকার প্রার্থী নাজির হোসেন কেন্দ্র দখলের পরিকল্পনা করছে উল্লেখ করে চারটি কেন্দ্রকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করেছেন তিনি। শান্তিপূর্ণ নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সেনা মোতায়েনেরও দাবি জানিয়েছেন এই স্বতন্ত্রপ্রার্থী। এ সময় সংবাদ সম্মেলনে স্বতন্ত্রপ্রার্থী আফজাল মিয়ার কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন