শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

মেহেরপুর জেলা সভাপতির ইন্তেকালে পীর সাহেব চরমোনাই’র শোক

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১২ আগস্ট, ২০১৮, ১২:০২ এএম

ইসলামী আন্দোলন বাংলাদেশ মেহেরপুর জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য আলহাজ্ব মাস্টার আব্দুল হান্নান গতকাল শুক্রবার ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। মরহুম মাস্টার আব্দুল হান্নানের ইন্তেকালে সংগঠনের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই ও মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বাণীতে নেতৃদ্বয় বলেন, মাস্টার আব্দুল হান্নান ইসলামী শাসন প্রতিষ্ঠার আন্দোলনে সারাজীবন নিরলসভাবে কাজ করেছেন। দ্বীন প্রচার ও প্রসারে তাঁর এই সামান্য অবদান আজীবন স্মরণীয় হয়ে থাকবে। নেতৃদ্বয় মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমাবেদনা জ্ঞাপন করেন। আল্লাহ পাক মরহুমের সকল নেক আমলকে কবুল করে তাঁকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন, আমীন।
দোয়া মাহফিল অনুষ্ঠিত : সংগঠনের মেহেরপুর জেলা সভাপতি ও আলহাজ্ব মাস্টার আব্দুল হান্নানের ইন্তেকালে পুরানা পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে শনিবার বাদ জোহর এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে দোয়া পরিচালনা করেন যুগ্ম মহাসচিব অধ্যাপক মাওলানা এটিএম হেমায়েত উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন রাজনৈতিক উপদেষ্টা অধ্যাপক আশরাফ আলী আকন, প্রচার সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, মাওলানা দেলাওয়ার হোসাইন সাকীসহ আন্দোলন ও ছাত্র আন্দোলনের অন্যান্য নেতৃবৃন্দ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন