মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

ইমরান খানের নেতৃত্বে পাকিস্তান এগিয়ে যাবে-সউদী যুবরাজ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৬ আগস্ট, ২০১৮, ১২:০১ এএম

পাকিস্তানের হবু প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে ফোনে কথা বলেছেন সউদী সিংহাসনের উত্তরসূরি মোহাম্মদ বিন সালমান। দেশটির একাদশ জাতীয় নির্বাচনে বিজয়ী হওয়ায় ইমরানকে গত মঙ্গলবার শুভেচ্ছা জানিয়েছেন তিনি।
এ সময় মোহাম্মদ বিন সালমান বলেন, আমার আত্মবিশ্বাস, ইমরান খানের নেতৃত্বে পাকিস্তান সামনের দিকে এগিয়ে যাবে এবং উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।
তিনি প্রত্যাশা করেন, বিভিন্ন ক্ষেত্রে পাকিস্তানের সঙ্গে সউদী আরবের সম্পর্কের উন্নতি ঘটবে।
এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে শপথগ্রহণের দিনক্ষণ পিছিয়ে আগামী ১৮ আগস্ট শপথ নেবেন ইমরান খান। গত শুক্রবার এক বিবৃতিতে এ কথা জানান পিটিআই নেতা ফয়সাল জাভেদ। এর আগে পিটিআইয়ের পক্ষ থেকে বলা হয়েছিল, ১১ আগস্ট শপথ নেবেন ইমরান খান
গেল ২৫ জুলাই পাকিস্তানের সাধারণ নির্বাচনে ইমরান খানের পিটিআই ১১৫ আসন পায়। তার দল নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় তিনিই পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী হবেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন