শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

নান্দাইলে সাবেক এমপির গাড়িতে হামলার ঘটনায় ৫৮ জনের বিরুদ্ধে মামলা

প্রকাশের সময় : ২৬ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

নান্দাইল (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা : নান্দাইল উপজেলা আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মেজর জেনারেল আব্দুস সালামের গাড়িতে হামলায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম ভূইয়া বাদী হয়ে নান্দাইল মডেল থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করেছে। জানা যায়, গত ২৩ জানুয়ারি নান্দাইল উপজেলা মুশুল্লী ইউ. আওয়ামী লীগের উদ্যোগে মেরেঙ্গা বাজারে আদর্শ রফিক ভূইয়া মার্কেটে এক সমাবেশের আয়োজন করলে বর্তমান সংসদ সদস্য মো. আনোয়ারুল আবেদীন খান তুহিন সমর্থিত গ্রুপ। একই স্থানে আরেকটি সমাবেশের আয়োজন করে দু’পক্ষই সশস্ত্র অবস্থান নেয় ঐ এলাকায়। সংঘাত এড়াতে প্রশাসন ঐ স্থানসহ সমগ্র ইউনিয়নে ১৪৪ ধারা জারি করে। এসময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি তার গাড়ির বহর নিয়ে সমাবেশ স্থলের সন্নিকটে যাওয়া মাত্র তুহিন গ্রুপের বাধার মুখে গাড়িবহর নিয়ে নান্দাইল উপজেলা সদরে ফিরে আসার সময় নান্দাইল রোড চৌরাস্তা এলাকায় পুরাতন যাত্রী ছাউনীর সম্মুকে পৌঁছামাত্রই পূর্ব থেকে ওৎপেতে থাকা কতিপয় সন্ত্রাসী কর্তৃক আক্রান্ত হন। সন্ত্রাসীরা সাবেক এমপির গাড়ির সামনের কাচ ভেঙ্গে ফেলে এবং পুরো গাড়ি বহরের উপর ইটপাটকেল নিক্ষেপ করে। এ ঘটনায় নান্দাইল মডেল থানায় খাইরুল ইসলামকে প্রধান আসামি করে নামীয় ৫৮ জন অজ্ঞাতনামা ১০/১৫ জনের বিরুদ্ধে একটি মামলা করা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন