নাটোর জেলা সংবাদদাতা
নাটোর সদরের এমপি মোঃ শফিকুল ইসলাম শিমুলের অনুরোধে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন আওয়ামী লীগের বিদ্রোহী দুই চেয়ারম্যান প্রার্থী। তৃতীয় ধাপের নির্বাচনে নাটোর সদর উপজেলার সাতটি উপজেলার সবকটিতেই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে হালসায় আওয়ামী লীগের দুজন এবং বড়হরিশপুর ইউনিয়নে ১৪ দলীয় জোটভূক্ত জাসদের একজন বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। দলের বিভিন্ন পর্যায় থেকে চেষ্টা করার পরেও তারা কেউ তাদের প্রার্থিতা প্রত্যাহারে রাজি হননি। সর্বশেষ নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য মোঃ শফিকুল ইসলাম শিমুলের বিশেষ অনুরোধে দুজন বিদ্রোহী প্রার্থী ভোট থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। এর মধ্যে সোমবার হালসা ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সাবেক হালসা ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন দেলু শাহ এবং এর আগে রোববার হরিশপুর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান জাসদ নেতা ইমান আলী গাজী এমপি শিমুলের অনুরোধে আনুষ্ঠানিকভাবে ২৩ এপ্রিলের ইউপি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন। তারা দুজনের কেউই দলীয় কোনো প্রার্থীর পক্ষ সমর্থন না করে শুধুমাত্র স্থানীয় সংসদ সদস্যের অনুরোধকে সম্মান দেখিয়ে এ ঘোষণা দেন বলে জানান।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন