বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

গঙ্গাচড়ার ৯ ইউনিয়ন বিএনপি থেকে মনোনয়ন পেতে ২২ জনের দৌড়ঝাঁপ

প্রকাশের সময় : ২১ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

গঙ্গাচড়া (রংপুর) উপজেলা সংবাদদাতা
রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন পেতে ৩ ইউনিয়নে বিএনপির ১ জন করে আবেদন করায় তারা দলীয় মনোনয়ন পেতে সুবিধাজনক অবস্থায় আছে। অপরদিকে ৬ ইউনিয়নে ১৯ জন প্রার্থী আবেদন করেছেন। ফলে দলীয়ভাবে মনোনয়ন পেতে তারা ইতোমধ্যে দায়িত্বপ্রাপ্ত নেতাদের কাছে দৌড়ঝাঁপ শুরু করেছে। জানা যায়, ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয়ভাবে চেয়ারম্যান প্রার্থী দিতে উপজেলা বিএনপি এ মাসের ৯ এপ্রিল হতে ১৭ এপ্রিল পর্যন্ত আগ্রহী দলীয় নেতা-কর্মীদের কাছ থেকে আবেদনপত্র সংগ্রহ করে। নির্দিষ্ট সময়ের মধ্যে ৬ ইউনিয়নে দলীয় মনোনয়ন পেতে একাধিক প্রার্থী আবেদন করলেও ৩ ইউনিয়নে ১ জন করে আবেদন করেন। এতে ওই ৩ জন প্রার্থী মনোনয়ন পেতে কোন বাধা নেই। ওই ৩ ইউনিয়নের একক প্রার্থীরা হলেন, লক্ষীটারীতে জেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলার সভাপতি সাবেক চেয়ারম্যান ওয়াহেদুজ্জামান মাবু, আলমবিদিতরে ইউনিয়ন বিএনপির সভাপতি ও জেলা যুগ্ম সম্পাদক বর্তমান চেয়ারম্যান মোকাররম হোসেন সুজন, নোহালীতে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জিয়াউর রহমান জিয়া। এছাড়া ৬ ইউনিয়নের বেতগাড়ীতে ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ও জেলা বাস্তহারা দলের আহ্বায়ক নাজমুল ইসলাম, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম মাস্টার, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ও উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি তপন কুমার রায়, কোলকোন্দে ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামান বেঞ্জু, সাবেক সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম, বড়বিলে ইউনিয়ন বিএনপির সভাপতি আইয়ুব আলী, সহ-সভাপতি মোস্তাক আহম্মেদ, সাবেক আহ্বায়ক শাহ রহমত উল্লাহ, থানা কৃষকদল সাংগঠনিক সম্পাদক আফজালুল হক রাজু, ইউনিয়ন সাবেক যুবদল সাধারণ সম্পাদক আব্দুল মালেক, গঙ্গাচড়ায় (সদর) ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল গফুর, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দিন ও থানা বাস্তুহারা দলের সভাপতি সাহেদুল ইসলাম দুদু, গজঘণ্টায় ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম, যুগ্ম সম্পাদক রজব আলী, উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও জেলা যুবদলের সহ-দপ্তর-সম্পাদক মিজানুর রহমান লুলু, মর্নেয়ায় ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মীর কাশেম মিঠু, যুগ্ম আহ্বায়ক নুর ইসলাম, সদস্য সচিব আব্দুল মাবুদ দলীয় মনোনয়নের জন্য দৌড়ঝাঁপ করছেন। উপজেলা বিএনপিসাধারণ সম্পাদক আখেরুজ্জামান মিলন জানান, ৯ ইউনিয়নে ২২ জন দলীয় মনোয়ন পেতে আবেদন করেছে এর ৩ ইউনিয়নে ১ জন করে আবেদন করে। আবেদনপত্র যাচাই সাপেক্ষে দলীয় প্রার্থী চূড়ান্ত করা হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন